অনলাইন ডেস্ক, ১২ আগস্ট।। ইউরোপের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ইতালির সিসিলি দ্বীপে। এ দাবি করেছে কর্তৃপক্ষ।
সিএনএন এক প্রতিবেদনে জানায়, ভূমধ্যসাগরের সবচেয়ে দ্বীপটিতে ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস বা ১১৯.৮ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ধারণ করা হয়েছে।
ভূমধ্যসাগরের তীরবর্তী ইউরোপ ও উত্তর আফ্রিকায় কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা যাচ্ছে এবার। এমন সময় বুধবার সিরাকুসা শহরে পারদ জানা ইতিহাসে একদম ওপরে চড়েছে।
ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএসও) জানায়, এর আগে গ্রিসের অ্যাথেন্সে ১০৭৭ সালের ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ডিগ্রি সে. তথা ১১৮ ডিগ্রি ফা. রেকর্ড করা হয়।
নতুন রেকর্ড হওয়ার খবরটি নিশ্চিত করেছেন সিসিলি কর্তৃপক্ষ। তবে ডব্লিউএমও-কে বিষয়টি আনুষ্ঠানিকভাবে যাচাই করতে হবে।
এ সব দাবানলের কিছু মানবসৃষ্ট। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু সংকট তাপপ্রবাহ ও আগুনকে আরও বাড়িয়ে তুলছে। যা দিন দিন আরও ধ্বংসাত্মক হয়ে উঠছে।
চলতি সপ্তাহে ভূমধ্যসাগর জুড়ে তাপমাত্রা গড়ে ৫ থেকে ১০ ডিগ্রি সে. বেড়েছে। ইউরোপ ও উত্তর আফ্রিকা জুড়ে দাবানলের কারণে কয়েক ডজন মানুষ মারা গেছে।
এর মধ্যে হতাহতের দিক থেকে আলজেরিয়ার অবস্থা ভয়াবহ। দেশটিতে ৬৫ জন মারা গেছে। এ ছাড়া তুরস্কে অনেক মানুষ নিহত হয়েছে। ইতালি ও গ্রিসে অনেক গ্রাম ধ্বংস করে দিয়েছে আগুন।