অনলাইন ডেস্ক, ১২ আগস্ট।। অসম-মিজোরাম সীমান্ত বিবাদের পর অসমের বিভিন্ন প্রান্তে অবরোধ চললেও মিজোরামে বসবাসরত অমিজো বা বাঙালিদের কোনও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। অসমের দিক থেকে কিছু ভিডিয়ো সংবাদ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে প্রচার চালানো হচ্ছে সীমান্তে অবরোধের কারণে মিজোরামে বাঙালিদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।
এই খবর মিথ্যে বলে উল্লেখ করেছেন আইজল মসজিদ কমিটি মিজোরাম মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অবসরপ্রাপ্ত আইএএস আইআর লস্কর। তিনি এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন– মিজোরামে বসবাসরত অমিজো তথা বাঙালিরা সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। তাদের কোনও ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। শারীরিক নির্যাতনের কোনও ঘটনা ঘটেনি।
খাদ্য ও নিরাপত্তার বিষয়ে তারা সম্পূর্ণ নিরাপদ। ২৬ জুলাই পাহাড়ের লায়লাপুর সীমান্তে মর্মান্তিক হামলার পর গোটা বরাক উপত্যকাজুড়ে শুরু হয় মিজোরামের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ। এর পরিপ্রেক্ষিতে মিজোরামে বসবাসরত বাঙালিদের নিয়ে শুরু হয় উৎকণ্ঠার সেই সঙ্গে চাউর হয়ে যায় বাঙাদিরে ওপর মিজোদের অত্যাচারের কথা।
কিন্তু সেই প্রচার যে ঠিক নয় বরং বাঙালিরা মিজোরামে ভালো আছেন বলে দাবি করেছে আইজল মসজিদ কমিটি ও মিজোরাম মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি নামে দুটি প্রাচীন সংগঠন।