Preparation: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আসাম রাইফেলস ময়দানে জোর কদমে চলছে প্রস্তুতি

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ আগস্ট।। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজধানীর আসাম রাইফেলস ময়দানে চলছে জোর কদমে প্রস্তুতি৷ মোট দশটি প্ল্যাটুন ও চারটি ব্যান্ড নিয়ে হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান৷

রাজধানীর আসাম রাইফেলস ময়দানে অন্যান্য বছরের মতো এবছরও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে৷

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে শামিল হবে দশটি প্ল্যাটুন৷ থাকবে চারটি সুসজ্জিত ব্যান্ড পার্টি৷ গত কয়েকদিন ধরে আসাম রাইফেলস ময়দানে চলেছে মহড়া৷

মহড়া প্রায় শেষ পর্যায়ে৷ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর করে তোলার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷

রাজধানী আগরতলা ছাড়াও রাজ্যের অন্যান্য স্থানে সরকারি ও বেসরকারি উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?