স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ১২ আগস্ট।। জলে ডুবে মর্মান্তিক মৃত্যু চার বছরের এক শিশুর।মৃত শিশুর নাম আদর চাকমা, বাবা তরুন চাকমা, বাড়ি গন্ডাছড়া হরিপুর টিলাবাড়ি।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ১০টায়। এই সময় শিশুটি তার মায়ের সঙ্গে সরমা নদীতে আর দুটি শিশুর সাথে স্নান করতে যায়।
মা যখন কাপড় পরিস্কার করছিল তখন শিশুটি খেলতে খেলতে জলে পড়ে যায়। কোন একটা সময় মা তার সন্তানকে সেখানে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে।
তখন অন্য শিশুরা তার মাকে বলে সে চলে গেছে। এই কথা শুনে মা ভেবে ছিল তার সন্তান বাড়িতে বুঝি চলে গেছে। পরবর্তীতে বাড়িতে গিয়েও তার সন্তানকে দেখতে না পেয়ে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন।
তার চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে এসে গোটা গ্রাম খুঁজে কোথাও না পেয়ে খবর দেওয়া হয় গন্ডাছড়া অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা এলাকাবাসীদের সহযোগীতায় সরমা নদীতে তল্লাশি শুরু করে।
দীর্ঘ তিন ঘন্টার পর বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ত্রিশ কার্ড ব্রীজ এবং বঙ্করঘাট ব্রীজের মাঝামাঝি স্থানে সরমা নদী থেকে শিশুর মৃতদেহটি উদ্ধার করে। জলে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় গোটা এলাকা জোরে শোকের ছায়া নেমে আসে।