My Job: ‘আমার কাজ কোথায়’- সোনামুড়ায় দীপ্ত মিছিল ডিওয়াইএফআই ও টিওয়াইএফের

স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ১১ আগস্ট।।রাজ্য-রাজনীতির চারিদিকে যখন ঘূর্ণাবর্তের মেঘ জমতে শুরু করেছে ঠিক তখনই বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল এবং পথ সভা করলো সিপিআইএমএম দলের দুটি যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ৷ ‘আমার কাজ কোথায়’— এই আওয়াজকে সামেন রেখে মোট আট দফা দাবিতে এই বিক্ষোভ মিছিল করা হয়৷ সোনামুড়া মহকুমা সদরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে বাম সমর্থক যুবকরা পথসভা করে মহকুমা সদরে থাকা মহকুমার প্রধান কার্যালয় মুজাফফর ভবনের সামনে৷

যুব সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সম্পাদক নবারুণ দেব সহ মহকুমার ডিওয়াইএফ সম্পাদক নিত্যানন্দ বর্মন এবং টিওয়াইএফ সম্পাদক ক্ষরান ত্রিপুরা একের পর এক জ্বালাময়ী বক্তব্য রেখে শাসকদল এবং সরকারের দিকে প্রশ্ণ ছুঁড়ে দেন৷ যুব নেতাদের বক্তব্য এবং বিক্ষোভ মিছিলে আওয়াজ উঠে কোথায় গেলো বছরে মাত্র পঞ্চাশ হাজার শিক্ষিত বেকার যুবক-যুবতিকে কর্মসংস্থান করে দেওয়ার প্রতিশ্রুতি৷

রাজ্যের বেকার যুবক-যুবতিরা যখন অন্ন সংস্থানের জন্য ঘোরপাক খাচ্ছে তখন একপ্রকার আপ্যায়ন করে বহিরাগতদের এনে কর্মে নিয়োগ করা হচ্ছে৷ এ কোন সংসৃকতি? ২০১৮ এর বিধানসভা নির্বাচনে বিজেপি দলের দেওয়া কয়টা প্রতিশ্রুতি গত সাড়ে তিন বছরে সরকার পূরণ করতে পেরেছে? এই প্রশ্ণের উত্তর চাওয়া হয় শাসক দল ও সরকারের কাছে৷

যার মধ্যে রয়েছে সামাজিক ভাতা দুই হাজার টাকা করা, গ্রামীণ কর্মসংস্থান রেগার মজুরি বৃদ্ধি করা, চাকরি হারানো শিক্ষকদের কাজের নিশ্চয়তা করা, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য কর্মীর নিয়োগ করা সহ অন্যান্য বিষয়গুলি তো রয়েছেই৷ রাজ্যের আইন শৃঙ্খলা সহ সামগ্রিক পরিস্থিতি মোটেও ভালো নেই বলে বক্তব্যে আশঙ্কা প্রকাশ করা হয় বার বার৷

চুরি-ছিনতাই, খুন, রাহাজানি সহ বহুবিধ অপকর্মের সংখ্যা ক্রমান্বয়েই বেড়ে চলেছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়৷ যুব জমায়েতে যুবক-যুবতিদের সংখ্যাটা ছিল একেবারেই উল্লেখযোগ্য৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?