অনলাইন ডেস্ক, ১২ আগস্ট।। হিমাচলের কিন্নরে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৩। ইন্দো-টিবেটিবান কম্যান্ডান্ট ধর্মেন্দ্র ঠাকুর জানিয়েছেন, ধসের ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। এদিন ১৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে নুগুলসারি এলাকা থেকে। উদ্ধারকার্য চলছে।
অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানান, ‘রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে ফোন করেছিলেন এবং কিন্নর ভূমিধসের ঘটনা সম্পর্কে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন’।বুধবার দুপুর ১২.৪৫ নাগাদ আচমকাই এই ভূমিধস শুরু হয় রেকং পিও-সিমলা হাইওয়েতে।
প্রসঙ্গত দেশের একাধিক রাজ্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির কবলে। ভারতীয় আবহাওয়া দফতর(আইএমডি) পশ্চিমবঙ্গ সহ একাধিক আগামী পাঁচদিন রাজ্যে ১১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, সহ পশ্চিমবঙ্গে কমলা সতর্কতা জারি করেছে।
সেইসঙ্গে মালদা, উত্তর-দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর -পূর্ব এবং তৎসংলগ্ন পূর্ব ভারতে তীব্র বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আইএমডি। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অসম ও মেঘালয় রাজ্যেও।