স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১১ আগস্ট।। চা বাগানের শ্রমিকদের স্বার্থে চা শ্রমিকদের নিয়ে কৈলাসহর জেলা শ্রম আধিকারিকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে ঊনকোটি জেলা কংগ্রেস৷
নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মহম্মদ বদরুজ্জামান, প্রাক্তন মন্ত্রী বিরজিৎ সিনহা সহ অন্যান্যরা৷
বিরজিৎ সিনহা অভিযোগ করে বলেন যে শ্রমিকদের মজুরি প্রদান না করে বিশাল পরিমাণ অর্থ লুট হয়েছে৷ এক্ষেত্রে তিনি সরাসরি শাসক দলের এক বিধায়ক সহ ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক ও স্থানীয় বিজেপি নেতৃত্বদের বিরুদ্ধে অভিযোগ করেছেন৷
একই সাথে রাজ্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে খুব শীঘ্রই উচ্চ আদালতে এই দুর্নীতির বিরুদ্ধে মামলা করবেন বলেও তিনি জানান৷
জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য কৈলাসহরের সোনামুখী চা বাগান ও কুমারঘাট এর নটিং ছড়া চা বাগান বেশ কিছু আর্থিক ক্ষতিপূরণ পায় সেই ক্ষতিপূরণের টাকা চা বাগান শ্রমিকদের প্রাপ্য না দিয়ে চিটফান্ড সংস্থা সম্পূর্ণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি৷ এবং চিটফান্ড সংস্থাকে এই কাজের সুযোগ করে দিয়েছেন শাসকদলের বিধায়ক৷