Intercourse: আপত্তিজনক অবস্থায় গন্ডাছড়ায় “কপোত-কপোতী” আটক করল পুলিশ

স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ১২ আগস্ট।। গন্ডাছড়া মহকুমা সদর বাজার সংলগ্ন এক বাড়ি থেকে একজোড়া কপোত কপোতিকে অসংলগ্ন অবস্থায় আটক করলো গন্ডাছড়া থানার পুলিশ।

উক্ত ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে । উল্লেখ্য বৃহস্পতিবার ছিল গন্ডাছড়া মহকুমা সদর বাজারের সাপ্তাহিক হাটবার।

মহকুমা সদরের সবজি বাজারের পাশেই এক সময়ের প্রভাবশালী কংগ্রেস নেতা বর্তমানে প্রয়াত সন্তোষ সাহার একটি বাড়ি রয়েছে।

ওই বাড়িতে এক পরিবার ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।ওই বাড়ীর বেশ কয়েকটি ঘরই ফাঁকা। বৃহস্পতিবার গোটা বাড়িটিই ছিল জনমানব শূন্য ।

বাড়ির এই নির্যনতার সুযোগ নিয়ে প্রয়াত সন্তোষ সাহার ছোট ছেলে মানিক সাহা এক জনজাতি অংশের গৃহবধূকে নিয়ে ওই বাড়ীর একটি ঘরে প্রবেশ করে এবং দরজা বন্ধ করে কুকর্ম শুরু করে।

অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দরজা খুলে দেয় মানিক সাহা।ঘর থেকে বিবস্ত্র অবস্থায় ওই জনজাতি গৃহবধূকে আটক করে গন্ডাছড়া মহকুমা থানার মহিলা পুলিশ কর্মীরা।

অভিযুক্ত দুজনকেই পরে গন্ডাছড়া মহকুমা থানায় নিয়ে যায় পুলি। উক্ত ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?