স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ আগস্ট।। ইন্ডিয়া স্কিলস ত্রিপুরা ২০২১-২২ কর্মসূচিতে আয়োজিত রাজ্যভিত্তিক স্কিল প্রতিযোগিতায় বিজয়ীদের আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কৃত করা হয়।
ডাইরেক্টরেট অব স্কিল ডেভেলপমেন্ট কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব ডা. পি কে গোয়েল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি দপ্তরের অধিকর্তা নরেশবাবু এন, স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের অধিকর্তা সঞ্জয় চক্রবর্তী, নয়াদিল্লির ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কো-অপারেশনের এস ই ও শিলাদিত্য সরকার, সিপেট-এর প্রধান বিজয় কুমার প্রমুখ।
অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব ডা. পি কে গোয়েল রাজ্যভিত্তিক দক্ষতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৪৭০ জন আবেদন করেছিল। রাজ্যের ক্ষেত্রে এই সংখ্যাটা খুবই উৎসাহজনক। তিনি আশা প্রকাশ করেন রাজ্য সরকারের প্রচেষ্টায় আগামীবছরে এই সংখ্যা এক হাজার পেরিয়ে যাবে।
তিনি বলেন, দক্ষতা বৃদ্ধির মধ্যে দিয়ে নিজেদেরকে স্বনির্ভর ও স্বরোজগারী করে তোলার ক্ষেত্রে দেশের যুবক-যুবতীদের এক বিশাল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। তিনি এক্ষেত্রে রাজ্য সরকারের উদ্যোগে গৃহীত বিভিন্ন দক্ষতা কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজেদেরকে উপযুক্ত করে তোলার আহ্বান জানান।
ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কো-অপারেশনের এস ই ও শিলাদিত্য সরকার বলেন, আন্তর্জাতিকস্তরে দক্ষতার ক্ষেত্রে ২০১৩ সালে ১১৫টি দেশের মধ্যে ভারতের স্থান ছিল ১১৪। ২০১৯ সালে তা এসে দাড়িয়েছে ১৯ নম্বরে।
এটা এক বড় সাফল্য। স্কিল ডেভেলপমন্টের অধিকর্তা সঞ্জয় চক্রবর্তী বলেন, ৬টি ট্রেডের উপর আয়োজিত রাজ্যভিত্তিক এই প্রতিযোগিতায় বিজয়ীগণ আঞ্চলিক ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানের শেষে বিউটি থেরাপি, সি এন সি ট্রেনিং, সাইবার সিকিউরিটি সহ ৬টি ট্রেডে অংশগ্রহণকারী ১২জনকে পুরস্কৃত করা হয়।
বিজয়ীদের হাতে ট্রফি, শংসাপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন সচিব ডা. পি কে গোয়েল সহ উপস্থিত অন্যান্য অতিথিগণ। তাছাড়াও জুরি মেম্বারস ও কো-অর্ডিনেটরদেরকে মোমেন্টো ও শংসাপত্র দেওয়া হয়।
স্কিল ডাইরেক্টরেটের পক্ষ থেকে সচিব ডা. পি কে গোয়েল ও এস ই ও শিলাদিত্য সরকারকে অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন স্কিল ডাইরেক্টরেটের যুগ্ম অধিকর্তা সুতীর্থা পাল৷