অনলাইন ডেস্ক, ১২ আগস্ট।। দেশের প্রতি দায়বদ্ধতা ও বিজ্ঞানীদের গবেষণাকে সঙ্গীকে করে মহাকাশে পাড়ি দিয়েছিল ISRO-র GSLV-F10। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে উৎক্ষেপণের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ল সেটি।
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সংক্ষেপে ISRO-র তরফে ট্যুইট করে একথা জানানো হয়েছে। GSLV-F10 মূলত একটি অবজারভেশন স্যাটেলাইট যা মহাকাশে পাঠানো হয়েছিল।
ভোর ৫.৪৩ মিনিটে মহাকাশের উদ্দেশে পাড়ি দেয় ISRO-র GSLV-F10। কিন্তু মাঝখানেই যান্ত্রিক ত্রুটির কারণে সফল হল না এই যাত্রা। শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এটি উৎক্ষেপণ করা হয়। এর পর বিজ্ঞানীদের লক্ষ্য ছিল GSLV-F10-এর গতিপথের দিকে। কিন্তু হঠাৎ দেখা যায়, কিছুক্ষণ পর এই অবজার্ভার স্যাটেলাইটটি তার নির্দিষ্ট গতিপথ থেকে সরে গিয়েছে। তার পরেই সেটি ভেঙে পড়ে।
দেশের প্রতি দায়বদ্ধতার কথা মাথায় রেখে একটি ট্যুইট করে ইসরো কর্তৃপক্ষ জানিয়েছে, ‘নির্দিষ্ট রাস্তা থেকে সরে যায় উপগ্রহটি। নজরদারির জন্য তৈরি করা হয়েছিল এই উপগ্রহটি। আজ সকাল ৫টা ৪৩ মিনিটে শ্রীহরিকোটা থেকে এই উপগ্রহটিকে উৎক্ষেপণ করা হয়েছিল।’ISRO চেয়ারম্যান কে সিভান জানান, ‘ক্রোয়োজেনিক স্টেজে ত্রুটি ছিল। ফলে এই অভিযানটির লক্ষ্যমাত্রা পুরোপুরি সফল হয়নি।’
প্রসঙ্গত, প্রাথমিকভাবে এপ্রিল মে মাসে এই অভিযানটি হওয়ার কথা থাকলেও, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে তা পিছিয়ে যায়। পৃথিবীর আবহাওয়া এবং পৃথিবীর দিকে ধেয়ে আসা যে কোনও দুর্যোগের উপর নজর রাখতেই এই উপগ্রহ স্থাপন করার চেষ্টা হচ্ছিল।