স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ আগস্ট।। ভারত সরকারের সংস্থা আইআরসিটিসির উদ্যোগে আগরতলা থেকে গোয়া ভ্রমণের জন্য তীর্থযাত্রী বিশেষ ট্রেন-এর ব্যবস্থা করা হয়েছে৷ ১১ রাত ১২ দিনের এই ট্রেন ভ্রমণ শুরু হবে আগরতলা থেকে আগামী ৩০ শে সেপ্ঢেম্বর৷ ট্রেনটি ফিরে আসবে আগামী ১১ অক্টোবর৷
আজ আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আইআরসিটিসি গুয়াহাটিস্থ আঞ্চলিক ম্যানেজার মাধব সাহা এই সংবাদ জানান৷ তিনি জানান, গোয়া ভ্রমণের জন্য মাথাপিছু খরচ ধরা হয়েছে শয়ন শ্রেণী ১১ হাজার ৩৪০ টাকা এবং থ্রী টায়ার এ সি আসনের মাথা পিছু খরচ ধরা হয়েছে ১৮ হাজার ৯০০ টাকা৷
আগরতলার পর যাত্রাপথে ট্রেনটি থামবে বদরপুর, গুয়াহাটি, নিউ বঙাইগাওঁ, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি ও মালদা টাউন৷ এই সব ষ্টেশনে তীর্থযাত্রী বিশেষ এই পর্যটন ট্রেনের যাত্রীরা ওঠানামা করতে পারবেন৷ যাত্রীরা গোয়ার পর্যটন স্থলগুলো দেখতে পারবেন৷
এইসব পর্যটন স্থলগুলোর মধ্যে থাকবে, ডোনা পাওলা, ক্যালানগুট, বাগা, মিরামার বিচ, ফোর্ট আগুয়াদা, ব্যাসিলিকা অফ রোম জেসাস, সি-ক্যাথেড্রাল, কোলভা বিচ, মঙ্গেসি মন্দির, সান্তা দূর্গা, ম্যাদাগাঁও মার্কেট প্রভৃতি৷
আঞ্চলিক ম্যানেজার মাধব সাহা বলেন, তীর্থযাত্রী বিশেষ এই পর্যটন ট্রেনের জন্য আই আর সি টি সি-র ওয়েবসাইটের মাধ্যমে টিকেট সংগ্রহ করতে পারবেন, অথবা আই আর সিটিসি-র ই-টিকেটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করে টিকিট নেওয়া যাবে৷