স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১১ আগস্ট।। কৈলাসহর থানার লক-আপ থেকে পালিয়ে যাওয়া আসামিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷ ভদ্র দেববর্মা নামে পালিয়ে যাওয়া এই আসামির খোঁজে কৈলাসহর জুড়ে তল্লাশি চলে৷
ভোর পাঁচটা নাগাদ প্রাকৃতিক কাজের নাম করে পুলিশকে ফাঁকি দিয়ে কৈলাসহর থানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এই আসামি৷
অপহরণ মামলার আসামি ভদ্র দেববর্মা ১০ আগস্ট কৈলাসহর থানার লক-আপে ছিল৷ উল্লেখ্য কৈলাসহর থানার লকআপের শৌচালয়টি দীর্ঘ দুই বছর ধরে ব্যবহার অযোগ্য হয়ে রয়েছে মেরামতির অভাবে৷
বুধবার ভোর পাঁচটা নাগাদ প্রাকৃতিক কাজের জন্য যেতে চাইলে ভদ্রকে কৈলাসহর থানার নতুন বিল্ডিং-এর বাথরুমে নিয়ে যাওয়া হয়৷ তবে সেখানেও ছিল বিপত্তি৷ জলের সংযোগ ছিল না নতুন বিল্ডিংয়ে৷ বাধ্য হয়ে বিল্ডিং লাগোয়া পুকুরে নিয়ে যাওয়া হয় আসামিকে৷
সেখান থেকেই নিরাপত্তারক্ষীর অসতর্কতাকে কাজে লাগিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অপহরণ কাণ্ডের আসামি ভদ্র৷ ঘটনা প্রকাশ হতেই দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় কৈলাসহর থানার৷
আসামির খোঁজে কৈলাসহর মোহনপুর কাচেরঘাট সহ সম্ভাব্য জায়গাগুলিতে শুরু হয় চিরুনি তল্লাশি৷ শেষ পর্যন্ত দুপুর ২টা নাগাদ শহর লাগোয়া মোহনপুর থেকে ভদ্রকে পুনরায় আটক করতে সক্ষম হয় পুলিশ৷