স্টাফ রিপোর্টার, খোয়াই, ১১ আগস্ট।। খোয়াইয়ের তুলাশিখর ব্লকের বিভিন্ন ভিলেজগুলোতে সরকারি ক্ষমতায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আইপিএফটি ও এডিসির শাসক দল তিপরা এর মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে৷ উপজাতি ও অনুপজাতি অধ্যুষিত ভিলেজে আইপিএফটি, বিজেপির সাথে তিপরার ক্ষমতা নিয়ে বিবাদ এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷
কখনো কখনো হাতাহাতির রূপধারণ করে৷ গত তিন-চারদিন ধরে তুলাশিখর ব্লকেরই উপজাতি অধ্যুষিত পূর্ব সিঙ্গিছড়া ভিলেজে আইপিএফটির সাথে তিপরার বিবাদ বিরাট আকার ধারণ করে৷ গত কয়েকদিন ধরেই দুই দলের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা চলছে পূর্ব সিঙ্গিছড়ায়৷
এতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে৷ মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে পূর্ব সিঙ্গিছড়া এডিসি ভিলেজ অফিসে আইপিএফটি ও তিপরার মধ্যে বাকবিতন্ডা হয়৷ সরকারি ক্ষমতার আধিপত্য বিস্তারের বিষয়কে কেন্দ্র করেই এদিন ভিলেজ অফিস রণক্ষেত্রের রূপ নেয়৷
আইপিএফটি’র প্রস্তাব ছিল, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কাজে ওরা দেখভাল করবে৷ আর এডিসির সব কাজের দায়িত্ব তিপরার৷ কিন্তু তিপরা এতে রাজি নয় বলে জানা গেছে৷ তিপরা সবকিছুতেই মাতববরি করতে চায় বলে খবর৷ এনিয়ে চলে বাকবিতন্ডা৷
পরিস্থিতি চরমে পৌঁছালে একসময় তিপরার কর্মীরা ভিলেজ অফিসের কিছু সরকারি কাগজপত্র বাইরে এনে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়৷ এরা চলে গেলে পরে আইপিএফটি’র লোকেরাও ভিলেজ অফিসের কিছু ফাইলপত্র বাইরে এনে এতে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে৷
ঘটনার খবর পেয়ে চাম্পাহাওর থানার পুলিশ পূর্ব সিঙ্গিছড়া ভিলেজ অফিসে যায়৷ তবে ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কি ভূমিকা গ্রহণ করেছে তা জানা যায়নি৷ ভিলেজ অফিসের সরকারি রেকর্ডপত্র পুড়িয়ে দেওয়া সম্পর্কে এডিসি কর্তৃপক্ষ বা তুলাশিখর ব্লকের প্রতিক্রিয়া জানা যায়নি৷
উল্লেখ্য, মাসখানেক আগে তুলাশিখর ব্লকের অনুপজাতি অধ্যুষিত বনবাজার ভিলেজে সরকারি জলাশয়ের দখল ও মাছ ধরা নিয়ে বিজেপি’র সাথে মথার তুমুল সংঘর্ষ রূপ নিলেও নেতৃত্বদের উপস্থিতিতে নিয়ন্ত্রণে আসে।