স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ আগস্ট।। রাজধানীর রাধানগর বাসস্ট্যান্ডের সামনে চাকরির দাবিতে আন্দোলন করতে গিয়ে বুধবার গ্রেফতার হতে হল প্রায় ৭০ জন বেকার নার্সদের৷ পুলিশের বক্তব্য তারা কোন অনুমতি না নিয়ে জমায়েত হয়েছে৷
তারা কোভিড বিধি অমান্য করেছে৷ রাস্তা অবরোধ করার চেষ্টা করছিল৷ অথচ বেকার নার্সরা কোভিড বিধি মেনে বাসস্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিল৷ বেকার নার্সদের অভিযোগ বহু বছরেরও বেশি সময় ধরে একজনও নার্স নিয়োগ করা হচ্ছে না৷
২০১৬ সালের পর কোন নার্স নিয়োগ করা হয়নি৷ যেখানে ৪ হাজারের বেশি পদ শূন্য পড়ে আছে এবং ৬ হাজারের বেশি নার্স বেকার বসে আছে৷ এমন অবস্থায় বুধবার রাজ্যের বেকার নার্সরা নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখান এবং ফলস্বরূপ, পুলিশ তাদের গ্রেপ্তার করে৷
বিক্ষোভকারীরা পুলিশকে প্রশ্ণ করে কেন তাদের গ্রেফতার করা হচ্ছে৷ কোভিড প্রোটোকল সম্পূর্ণরূপে মেনে বিক্ষোভ দেখানোর জন্য খুব কম সংখ্যায় অংশ নেয় বলে তারা জানায়৷ তা সত্ত্বেও, কেন গ্রেফতার তা নিয়ে বেকার নার্সরা প্রশ্ণ তুলেছেন৷
রাজনৈতিক দলগুলি প্রকাশ্যে পুলিশের সামনে কোনও বাধা ছাড়াই প্রতিদিন সমাবেশ করছে কিন্তু চাকরির দাবি জানাতে এসে গ্রেপ্তার হতে হল বেকার নার্সদের৷ তারা কোভিড পরিস্থিতিতে ভলান্টিয়ারি ডিউটি করছে৷
তাদেরকে স্থায়ীভাবে যাতে হাসপাতালে স্থান করে দেওয়া হয়, তাদের সঠিক মূল্যায়ন করা সেই দাবিতে প্লে কার্ড ঝুলিয়ে রাস্তার পাশে দাড়িয়েছিল তারা৷ তাদের মধ্যে অনেক বেকার নার্স চাকরির আশায় বসে থেকে বয়সোত্তীর্ণ হয়ে গেছেন৷
অনেকে বেসরকারিভাবে কোন সংস্থায় কাজ করছেন৷ বুধবার রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা থেকে আসা নার্সরা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে তাদের দাবির সমর্থনে স্মারকলিপি জমা দেয়।