Demand for Job: চাকরির দাবীতে রাস্তায় নামতেই কোভিড বিধি অমান্যের অভিযোগে গ্রেফতার ৭০ জন বেকার নার্স

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ আগস্ট।। রাজধানীর রাধানগর বাসস্ট্যান্ডের সামনে চাকরির দাবিতে আন্দোলন করতে গিয়ে বুধবার গ্রেফতার হতে হল প্রায় ৭০ জন বেকার নার্সদের৷ পুলিশের বক্তব্য তারা কোন অনুমতি না নিয়ে জমায়েত হয়েছে৷

তারা কোভিড বিধি অমান্য করেছে৷ রাস্তা অবরোধ করার চেষ্টা করছিল৷ অথচ বেকার নার্সরা কোভিড বিধি মেনে বাসস্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিল৷ বেকার নার্সদের অভিযোগ বহু বছরেরও বেশি সময় ধরে একজনও নার্স নিয়োগ করা হচ্ছে না৷

২০১৬ সালের পর কোন নার্স নিয়োগ করা হয়নি৷ যেখানে ৪ হাজারের বেশি পদ শূন্য পড়ে আছে এবং ৬ হাজারের বেশি নার্স বেকার বসে আছে৷ এমন অবস্থায় বুধবার রাজ্যের বেকার নার্সরা নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখান এবং ফলস্বরূপ, পুলিশ তাদের গ্রেপ্তার করে৷

বিক্ষোভকারীরা পুলিশকে প্রশ্ণ করে কেন তাদের গ্রেফতার করা হচ্ছে৷ কোভিড প্রোটোকল সম্পূর্ণরূপে মেনে বিক্ষোভ দেখানোর জন্য খুব কম সংখ্যায় অংশ নেয় বলে তারা জানায়৷ তা সত্ত্বেও, কেন গ্রেফতার তা নিয়ে বেকার নার্সরা প্রশ্ণ তুলেছেন৷

রাজনৈতিক দলগুলি প্রকাশ্যে পুলিশের সামনে কোনও বাধা ছাড়াই প্রতিদিন সমাবেশ করছে কিন্তু চাকরির দাবি জানাতে এসে গ্রেপ্তার হতে হল বেকার নার্সদের৷ তারা কোভিড পরিস্থিতিতে ভলান্টিয়ারি ডিউটি করছে৷

তাদেরকে স্থায়ীভাবে যাতে হাসপাতালে স্থান করে দেওয়া হয়, তাদের সঠিক মূল্যায়ন করা সেই দাবিতে প্লে কার্ড ঝুলিয়ে রাস্তার পাশে দাড়িয়েছিল তারা৷ তাদের মধ্যে অনেক বেকার নার্স চাকরির আশায় বসে থেকে বয়সোত্তীর্ণ হয়ে গেছেন৷

অনেকে বেসরকারিভাবে কোন সংস্থায় কাজ করছেন৷ বুধবার রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা থেকে আসা নার্সরা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে তাদের দাবির সমর্থনে স্মারকলিপি জমা দেয়।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?