Army Chief: নতুন সেনাপ্রধান নিয়োগ দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি

অনলাইন ডেস্ক, ১২ আগস্ট।। তালেবানদের হাতে একের পর এক প্রাদেশিক রাজধানী হারানোর মাঝেই আফগান সেনাবাহিনীতে রদবদল হলো। নতুন সেনাপ্রধান নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি।

জেনারেল ওয়ালি মোহাম্মদ আহমাদজাই-এর বদলে এখন আফগান সেনাদের নেতৃত্ব দেবেন জেনারেল হিবাতুল্লাহ আলিজাই। স্থানীয় সূত্র ও দেশটির এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।

গত মে মাস থেকে ২০ বছরের যুদ্ধক্ষেত্র আফগানিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্রের সেনারা। চলতি মাসের শেষ দিকে ‍পুরোপুরি প্রত্যাহার শেষও হবে। এরই মধ্যে দেশটির অর্ধেকের বেশি অঞ্চল সশস্ত্র গোষ্ঠী তালেবানদের নিয়ন্ত্রণে চলে গেছে। সর্বশেষ এক সপ্তাহেরও কম সময় ৩৪ প্রাদেশিক রাজধানীর কমপক্ষে ৯টি দখলে নিয়েছে এক সময়ের ক্ষমতাসীনরা।

তালেবানদের সর্বশেষ দখলকৃত দুই শহরের একটি রাজধানী কাবুল থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরত্বে।

বুধবারও কান্দাহার ও গজনি শহরে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে।

এ দিকে সরকারপন্থীদের সমাবেশে যোগ দিতে প্রেসিডেন্ট আশরাফ গনি উত্তরের ঐতিহ্যগতভাবে তালেবানবিরোধী মাজার-ই-শরীফে যান।

সেখানে কুখ্যাত উজবেক যুদ্ধবাজ নেতা আব্দুল রশিদ দোস্তাম ও তাজিক নেতা আতা মোহাম্মদ নূরের সঙ্গে শহরের প্রতিরক্ষা নিয়ে আলোচনা করেন।

দোস্তাম বলেন, উত্তরে অনেকবার তালেবানরা এসেছে। কিন্তু প্রতিবারই আটকা পড়েছিল।

এ দিনই জুনে নিয়োগ পাওয়া জেনারেল ওয়ালি মোহাম্মদ আহমাদজাইকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এখন হিবাতুল্লাহ আলিজাইকেই অগ্রসর তালেবানদের মোকাবিলা করতে হবে।

মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এখন থেকে আফগানদেরই নিজেদের রক্ষার দায়িত্ব নিতে হবে। নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?