Wishing: বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র মহররম মাস ও নতুন হিজরী আরবী সনের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক, ১১ আগস্ট।। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র মহররম মাস ও নতুন হিজরী আরবী সনের শুভেচ্ছা জানিয়েছেন।

ট্যুইট করে এই শুভেচ্ছাবার্তা দেন তারা। মার্কিন প্রেসিডেন্ট তাঁর ট্যুইট বার্তায় বলেন, ‘ইসলামী নববর্ষ উপলক্ষে জিল এবং আমি সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি পবিত্র মহররম মাসের ঐতিহাসিক ত্যাগ স্বীকারের ঘটনা স্মরণ করছি।

ন্যায়বিচার, সমতা ও সহানুভূতির মতো বিশ্ব মূল্যবোধসমূহের প্রতি পূর্ণ সম্মান রেখে আমরা আপনাদের (মুসলিম বিশ্ব) সঙ্গে যুক্ত হতে চাই।’উল্লেখ্য গতকাল, মঙ্গলবার জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হয়েছে। আজ বুধবার পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। ফলে আগামী ২০ আগস্ট (শুক্রবার) পবিত্র আশুরা পালিত হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?