অনলাইন ডেস্ক, ১১ আগস্ট।। আফগানিস্থান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করার পর থেকেই সে দেশে নিজেদের অবস্থান শক্তপোক্ত করছে তালিবানরা। ইতিমধ্যেই আফগানিস্থানের প্রায় ৬৫% দখল করে নিয়েছে এই চরমপন্থী সংগঠন । আফগানিস্থানের এই বর্তমান অবস্থা নিয়ে এবার নিজেদের অবস্থান পরিস্কার করল মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন আফগানিস্থান থেকে সেনা প্রত্যাহার করা নিয়ে কোন রকম সংকোচ নেই মার্কিন যুক্তরাষ্ট্রের।বাইডেন আরও বলেছেন নিজের দেশকে তালিবানদের হাত থেকে রক্ষা করার জন্য আফগান নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য প্রায় দুই দশক থাকার পর আফগানিস্থান থেকে প্রত্যাহার করা হয়েছে মার্কিন সেনা। তালিবানি আক্রমণের মুখে পড়ে বিভিন্ন এলাকা থেকে পিছু হটছে আফগান সেনা।মঙ্গলবারেই বাঘলান প্রদেশের রাজধানী পুল-ই- খুমরি দখল করেছে। স্থানীয়রা জানিয়েছেন তালিবানদের একের পর এক আক্রমণে রীতিমত কোণঠাসা আফগান সেনাবাহিনী।