অনলাইন ডেস্ক, ১১ আগস্ট।। ডান কাফ ইনজুরির কারণে আগামী ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। লা লিগা ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।এক বিবৃতিতে বার্সা জানিয়েছে, পরীক্ষার পর আগুয়েরোর ইনজুরির মাত্রা নির্ণয় হয়েছে।
৩৩ বছর বয়সী আগুয়েরো জুনে দুই বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগদান করেন। সিটিতে ১০ বছর কাটানো আগুয়েরো ক্লাবটির হয়ে ৩৯০ ম্যাচে সর্বকালের সর্বোচ্চ ২৬০ গোল করেছেন। গত মাসে আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি কোপা আমেরিকা শিরোপা জয় করেছেন।
এদিকে বেশ কিছু গণমাধ্যম তাদের রিপোর্টে বলেছে, মেসি চলে যাওয়ায় বার্সেলোনা ছাড়তে চান আগুয়েরো। স্প্যানিশ সাংবাদিক সিকে রদ্রিগেজে বলেন, ‘আগুয়েরোকে যদি বার্সা না ছাড়তে চায়, সে ক্ষেত্রে চোটের বাহানা দিয়ে হলেও বার্সেলোনার হয়ে খেলবেন না তিনি।’১৫ আগস্ট রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ম্যাচ দিয়ে লা লিগা অভিযান শুরু করবে বার্সা।