Ravi Shastri: টি-২০ বিশ্বকাপের পরেই ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী সরে যেতে পারেন

অনলাইন ডেস্ক, ১১ আগস্ট।। চলতি বছরের টি-২০ বিশ্বকাপের পরেই ভারতীয় ক্রিকেটে বড় রকমের রদবদলের সম্ভবনা রয়েছে। এ দিকে এনসিএ-র ডিরেক্টর পদে শেষ হয়েছে রাহুল দ্রাবিড়ের মেয়াদ। পাশাপাশি একটি সূত্র থেকে জানা যাচ্ছে টি-২০ বিশ্বকাপের পরেই ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী বোলিং কোচ ভরত অরুণ ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোররা সরে যেতে পারেন।

প্রসঙ্গত, শাস্ত্রী সহ দলের বাকি কোচিং স্টাফদের মেয়াদও শেষ হবে চলতি বছরের নভেম্বর মাসেই। একটি সূত্র থেকে জানা যাচ্ছে, ইতিমধ্যেই বোর্ডের কিছু কর্তার কাছে টি-২০ বিশ্বকাপের পরেই দল থেকে সরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন শাস্ত্রী। বিসিসিআইয়ের একটি সূত্র থেকে জানা যাচ্ছে, টি-২০ বিশ্বকাপের পরে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে বর্তমান কোচিং স্টাফদের বিচ্ছেদ হতে চলেছে।

তারপরে কীভাবে এবং কাদেরকে নিয়োগ করা হতে পারে,  সেই বিষয়ে বোর্ডের কর্তারা ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী– কোচিং স্টাফে বিসিসিআই একদম নতুন একটা দল চাইছে। আর বোর্ডের বেশ কিছু আধিকারিক কোহলি ব্রিগেডের পরবর্তী কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কেই চাইছেন।

প্রটোকল অনুযায়ী বিসিসিআই টি-২০ বিশ্বকাপের পরে কোচের জন্য নতুন আবেদন গ্রহণ করবে। বিরাট কোহলি-রবি শাস্ত্রী জুটি ভারতীয় ক্রিকেটে অনেক সাফল্য এনে দিলেও শাস্ত্রীর আমলে এখনও পর্যন্ত ভারত কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি। তবে তাঁর কোচিংয়ে ভারত বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছে কোহলি ব্রিগেড।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?