Promises: কিন্নরে ধস, হিমাচলের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক, ১১ আগস্ট।। হিমাচলের কিন্নরে ধস নেমে মৃত্যু হল ২ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধবংসস্তূপের নীচে চাপা পড়ে আছে ২৫ থেকে ৩০ জন। এছাড়া বাস, ট্রাক সহ একাধিক গাড়ি আটকে পড়েছে। উদ্ধারকার্যে নেমেছে এনডিআরফ, ইন্দো-টিবেটিয়ান পুলিশ।

ইতিমধ্যেই হিমাচলের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দুপুর ১২ নাগাদ রেকং পেও সিমলা হাই-ওয়েতে এই ভূমিধস নামে। স্থানীয় পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। হঠাৎ-ই ধসের কবলে পড়ে বাসটি। ২৫-৩০ জন আটকা রয়েছেন। এখনও পর্যন্ত চালক সহ ১০জনকে উদ্ধার করা হয়েছে।

ইন্দো-টিবেটিয়ান পুলিশ উদ্ধারকার্য চালাচ্ছে। মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর জানিয়েছেন, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) উদ্ধারকার্যে নেমেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিমাচলের মুখ্যমন্ত্রীকে সব রকমের সাহায্যে আশ্বাস দিয়েছেন।গত কয়েক সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টি থেকে এই অতিভারী বৃষ্টি কারণে হিমাচলের একাধিক অঞ্চলে ধস নামে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?