অনলাইন ডেস্ক, ১১ আগস্ট।। হিমাচলের কিন্নরে ধস নেমে মৃত্যু হল ২ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধবংসস্তূপের নীচে চাপা পড়ে আছে ২৫ থেকে ৩০ জন। এছাড়া বাস, ট্রাক সহ একাধিক গাড়ি আটকে পড়েছে। উদ্ধারকার্যে নেমেছে এনডিআরফ, ইন্দো-টিবেটিয়ান পুলিশ।
ইতিমধ্যেই হিমাচলের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দুপুর ১২ নাগাদ রেকং পেও সিমলা হাই-ওয়েতে এই ভূমিধস নামে। স্থানীয় পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। হঠাৎ-ই ধসের কবলে পড়ে বাসটি। ২৫-৩০ জন আটকা রয়েছেন। এখনও পর্যন্ত চালক সহ ১০জনকে উদ্ধার করা হয়েছে।
ইন্দো-টিবেটিয়ান পুলিশ উদ্ধারকার্য চালাচ্ছে। মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর জানিয়েছেন, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) উদ্ধারকার্যে নেমেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিমাচলের মুখ্যমন্ত্রীকে সব রকমের সাহায্যে আশ্বাস দিয়েছেন।গত কয়েক সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টি থেকে এই অতিভারী বৃষ্টি কারণে হিমাচলের একাধিক অঞ্চলে ধস নামে।