অনলাইন ডেস্ক, ১১ আগস্ট।। ফের হিমাচলের কিন্নরে ধস। শুরু হয়েছে উদ্ধাকার্য। বুধবার হিমাচলের কিন্নর জেলায় ধস নামে। ধবংস্তুপের নিচে আটকে পড়েছেন ৪০ জন। টিবেটিয়ান বর্ডার পুলিশ (আইটিবিপি) ট্যুইট করে জানিয়েছে, ‘বুধবার দুপুর ১২.৪৫ নাগাদ আচমকাই এই ভূমিধস শুরু হয় রেকং পিও-সিমলা হাইওয়েতে। ধসের কবলে পড়েছে একটি বাস সহ কয়েকটি যানবাহন।
বাসটি কিন্নর থেকে হরিদ্বারের দিকে যাচ্ছিল।’ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ধসের ভয়াবহ ভিডিও ছড়িয়ে পড়েছে। জেলা প্রশাসক আবিদ হুসাইন সাদিক এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, ৪০জনেরও বেশি যাত্রী নিয়ে হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (এইচআরটিসি) বাস সহ বেশ কয়েকটি যানবাহন বর্তমানে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। উদ্ধারকার্য শুরু করেছে ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ।
এখনও পর্যন্ত বাসের চালককে উদ্ধার করা হয়েছে। চালক জানিয়েছেন, বাসের মধ্যে আরও ২৫ জনের মতো যাত্রী আটকে আছেন। বাস ছাড়াও, ট্রাক সহ একাধিক যানবাহন ধসে আটকা পড়েছে। ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের পক্ষ থেকে দুর্গত এলাকার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। তা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, স্থানীয় প্রশাসন ও পুলিশকে অতি দ্রুত উদ্ধাকার্য চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। এনডিআরএফ-কে সতর্ক থাকতে বলা হয়েছে। একটি বাস ও গাড়ি ধসের কবলে পড়েছে। আমরা আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছি।