অনলাইন ডেস্ক, ১১ আগস্ট।। ব্যাঙ্গালুরুতে গত পাঁচদিনে ২৫০ শিশুর মধ্যে করোনা রিপোর্ট পজিটিভ। দ্বিতীয় ঢেউ চলাকালীন কর্ণাটকে করোনা রিপোর্ট পজিটিভের সংখ্যায় বেশিরভাগের বয়স ছিল ১৯-এর নিচে। বেঙ্গালুরু ব্রুহাট বেঙ্গালুরু মহানগরা পালিকে করোনা রিপোর্টের তথ্য প্রকাশ করে।
এদিকে কেরলেও বাড়ছে সংক্রমণ, তৃতীয় ঢেউয়ের আশঙ্কা আরও প্রকট হচ্ছে। গত ৫ আগস্ট থেকে ১০ আগস্ট-এর করোনা বুলেটিনে বলা হয়েছে, ২৫০ জন শিশুর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যাদের বয়স ১৯-এর নীচে। প্রসঙ্গত, গত জুলাইয়ের শেষ সপ্তাহ থেকেই করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে ব্যাঙ্গালুরুতে। প্রতি সপ্তাহেই প্রায় ৫০ জন শিশুর কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
তৃতীয় ঢেউতে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বলে দাবি করা হলেও, বিশেষজ্ঞদের মতে এর পিছনে কোনও বৈজ্ঞানিক যুক্তি নেই। ধারণা করা হচ্ছে, যেহেতু প্রথম ও দ্বিতীয় ঢেউতে শিশুরা সেভাবে সংক্রামিত হয়নি, ফলে তৃতীয় ঢেউতে আশঙ্কা করা হচ্ছে, তাদের সংক্রামিত হওয়ার প্রবণতা বেশি।
কিন্তু সমীক্ষা অনুযায়ী যেহেতু শিশুরা প্রথম ও দ্বিতীয় ঢেউতে সংক্রমণের মুখোমুখি থেকেছে, ফলে তাদের মধ্যেই ইতিমধ্যেই অ্যান্টিবডি তৈরি হয়েছে। ব্যাঙ্গালুরু পুলিশ কয়েকটি শহরে বেশ কিছু বিধিনিষেধ সহ ১৪৪ ধারা জারি করেছে।