অনলাইন ডেস্ক, ১১ আগস্ট।। উত্তর দিল্লির রোহিণী এলাকা থেকে আরও একটি সাম্প্রদায়িক বিদ্বেষ ও ঘৃণ্য ঘটনার খবর পাওয়া গেছে। জানা গেছে,উগ্র হিন্দুত্ববাদীদের একটি দল গত সপ্তাহে রোহিণী সেক্টর ২৫ এ অবস্থিত দরগাহ (মাদাদ আলি শাহ’র মাজার)কে অপমান করার চেষ্টা করে। তারা জোরপূর্বক দরগাহ প্রাঙ্গণের কাছে হিন্দু আচার অনুষ্ঠান পালন করে এবং দরগাহ তত্ত্বাবধায়ক আকিল আহমদকে হুমকি দেয় যে, যদি তিনি দশ দিনের মধ্যে মাজার ত্যাগ না করেন তাহলে ভয়ঙ্কর পরিণতি হবে।
তারা দরগাহের ভিতরে হিন্দু দেবতার মূর্তি স্থাপনেরও হুমকি দেয়। এই অবমাননার ঘটনার পর জমিয়ত উলামা-ই-হিন্দ (এম) মাজারটির সুরক্ষা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। জমিয়তের একটি প্রতিনিধি দল পুলিশ অফিসার রাজীব রঞ্জন সিং -এর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে এবং ঘটনা সম্পর্কে অভিযোগ দায়ের করেন। প্রতিনিধি দলটি জানায়, একটি উগ্র হিন্দু গোষ্ঠী মুসলিম বিরোধী ও ধর্মীয় স্লোগান দিয়ে এবং সেখানে একটি ধর্মীয় ব্যানার পেস্ট করে দরগাহ মাদাদ আলী শাহকে অপমান করার চেষ্টা করেছে।
দরগাহ তত্ত্বাবধায়কদের মতে, ৬০-৭০ জনের একটি দল দরগা আক্রমণ করেছিল। তারা দরগাহ প্রাঙ্গণের কাছে কিছু ধর্মীয় অনুষ্ঠান পালন করে এবং “জয় শ্রী রাম” বলে চিৎকার করে। কয়েক মিনিট পরে তারা দরগাহের তত্ত্বাবধায়কদের হুমকি দেয় এবং তাদের হুমকি দেয়, যদি তারা দশ দিনের মধ্যে জায়গাটি না ছেড়ে দেয় তবে তাদের ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে এবং তারা দশ দিন পরে এসে প্রতিমা দরগাহ কমপ্লেক্সের ভিতরে রাখবে। সেখানে জড়ো হওয়া লোকেরা “হিন্দু সংগঠন” এর ব্যানারে এসেছিল।
স্থানীয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশ ওই গ্রুপের কয়েকজন সদস্যকে আটক করে এবং কিছুক্ষণ পর তাদের ছেড়েও দেয়। এদিকে উত্তরপ্রদেশের মুজফফরনগরে উগ্রপন্থী সংগঠন ক্রান্তি সেনার কর্মীরা মঙ্গলবার স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এবং মানুষকে মুসলমানদের সঙ্গে কাজ না করার জন্য বলেছে এবং জনগণকে “মুসলিম পুরুষদের হিন্দু মহিলাদের হাতে মেহেন্দি লাগানোর অনুমতি না দেওয়ার জন্য আবেদন করেছে কারণ তারা ‘প্রেম জিহাদে লিপ্ত’।