অনলাইন ডেস্ক, ১১ আগস্ট।। লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিয়েছে বার্সেলোনা। নতুন মৌসুমে মেসির জায়গায় কাতালার ক্লাবটির আর্মব্যান্ড থাকবে সার্জিও বুসকেটসের হাতে।
রবিবার জুভেন্তাসের বিপক্ষে হুয়ান গাম্পার ট্রফির মধ্য দিয়ে বার্সেলোনায় বুসকেটসের অধিনায়কত্ব অধ্যায় শুরু হয়ে গেছে। জুভতে ৩-০ গোলে হারিয়ে গাম্পার ট্রফি নিজেদের করেছে মেসিবিহীন বার্সা।
ইনিয়েস্তার ক্লাব ছাড়ার পর লিওনেল মেসির হাতে উঠেছিল বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড। কিন্তু গত জুনে বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় মেসির। দুই পক্ষের নতুন চুক্তি হওয়ার কথা থাকলেও সেটি হয়নি।মেসি-বার্সা ১৭ বছরের সম্পর্কের আনুষ্ঠানিকভাবেই বিচ্ছেদ হয়ে গেছে। নতুন মৌসুমে মেসির ঠিকানা হতে যাচ্ছে ফরাসি ক্লাব পিএসজি।
মেসি চলে যাওয়ার পর অনেক কিছুই নতুন ভাবে শুরু করতে হচ্ছে বার্সাকে। নতুন মৌসুমে বুসকেটসের ডেপুটি হিসেবে থাকবেন জেরার্ড পিকে, সার্জিও রবার্তো এবং জর্ডি আলবা।গত মৌসুমে মেসির ডেপুটি ছিলেন বুসকেটস, পিকে এবং সার্জিও রবার্তো।