Section 370: ৩৭০ ধারা প্রত্যাহারের পর জম্মু-কাশ্মীরের বাইরের দুই ব্যক্তি এই অঞ্চলে সম্পত্তি কিনেছেন

অনলাইন ডেস্ক, ১০ আগস্ট।। সংসদে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে দুই বছরে জম্মু-কাশ্মীরের বাইরের মাত্র দু’জন ব্যক্তি উপত্যকায় সম্পত্তি কিনেছেন৷ এই তথ্য কেন্দ্র সরকার মঙ্গলবার সংসদে জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় লোকসভায় বলেন, জম্মুকাশ্মীর সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯-এর আগস্ট থেকে জম্মু-কাশ্মীরের বাইরের দুই ব্যক্তি এই কেন্দ্রশাসিত অঞ্চলে সম্পত্তি কিনেছেন।

এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই উত্তর দেন৷ এদিন মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল যে, জম্মু-কাশ্মীরে সম্পত্তি কেনার সময় অন্যান্য রাজ্যের মানুষ কষ্ট বা বাধার সম্মুখীন হয়েছে কি না। তিনি বলেন, সরকারকে এ ধরনের কোনও ঘটনা জানানো হয়নি।

২০১৯ সালের ৫ আগস্ট উপত্যকায় বিশেষ মর্যাদাসম্পন্ন ৩৭০ ধারা প্রত্যাহার করে মোদি সরকার৷ এর প্রতিবাদে সেখানে তীব্র অসন্তোষ দেখা যায়৷ জম্মুকাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর প্রশাসন সেখানকার বাসিন্দা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য একটি নতুন সংজ্ঞা প্রণয়ন করে।

সেই সংজ্ঞা অনুযায়ী, সেখানে কমপক্ষে ১৫ বছর বসবাসকারী একজন ব্যক্তি স্থায়ী বাসিন্দা হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন৷ সরকারি বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা ১০ বছর উপত্যকায় চাকরি করেছেন তাদের এবং তাদের সন্তানদের ডোমিসাইল অধিকার দেওয়া হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?