Negotiations: “বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে আলোচনায় অবশ্যই তেহরানের অধিকার রক্ষার নিশ্চয়তা থাকতে হবে”

অনলাইন ডেস্ক, ১০ আগস্ট।। ২০১৫ সালে করা পরমাণু চুক্তি রক্ষার ব্যাপারে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে আলোচনায় অবশ্যই তেহরানের অধিকার রক্ষার নিশ্চয়তা থাকতে হবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোকে সোমবার এ কথা বললেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। খবর এএফপি।

ইরানের প্রেসিডেন্ট দপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ঘণ্টাব্যাপী ফোনালাপে রাইসি বলেন, ‍“যেকোনো আলোচনায় ইরানের জনগণের অধিকার সমুন্নত এবং আমাদের দেশের স্বার্থ রক্ষার নিশ্চয়তা থাকতে হবে।”গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর পশ্চিমা কোন দেশের নেতার সঙ্গে এটি রাইসির প্রথম ফোনালাপ।

হাসান রুহানির কাছ থেকে দেশের দায়িত্ব গ্রহণ করেন রাইসি। দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে ইরানের মধ্যপন্থী নেতা রুহানির সবচেয়ে বড় অর্জন ছিল ২০১৫ সালের পরমাণু চুক্তি। এ আন্তর্জাতিক চুক্তির আওতায় ইরানের পরমাণবিক কর্মসূচি সীমাবদ্ধ রাখার বিনিময়ে তেহরানের ওপর আরোপিত আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে একতরফাভাবে ওয়াশিংটনকে প্রত্যাহার করে নেওয়ার মাধ্যমে তা বানচাল করে দেন এবং তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন।

চুক্তিটি রক্ষা প্রচেষ্টায় গত এপ্রিল থেকে জুনের মধ্যে ভিয়েনায় ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে ছয় দফা আলোচনা হয়েছে। গত ২০ জুন সর্বশেষ আলোচনা হয়। তবে এখন পর্যন্ত নতুন করে আলোচনার দিনক্ষণ নির্ধারণ হয়নি।

ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের আগে আর কোন আলোচনা হবে না। তবে ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা সপ্তাহান্তে জানান, সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে ফের আলোচনা শুরু হতে পারে।

এ চুক্তির বর্তমান অংশীদার পক্ষগুলো হচ্ছে ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়া।রাইসি ম্যাখোকে বলেন, তেহরানের বিরুদ্ধে নতুন করে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করার মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের দেওয়া প্রতিশ্রুতির স্পষ্ট লঙ্ঘন করেছে। এ চুক্তির অংশীদার ইউরোপীয় সদস্য দেশগুলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ইরানকে সহায়তা করতে ব্যর্থ হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?