Inaugurated: উত্তরপ্রদেশ নির্বাচনকে পাখির চোখ করে উজ্জ্বলা গ্যাসের দ্বিতীয় সংস্করণের সূচনা করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১০ আগস্ট।। ভোট বড় বালাই! ২০২২-এ উত্তরপ্রদেশ নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে বিজেপি। আজ উত্তরপ্রদেশে উজ্জ্বলা গ্যাসের দ্বিতীয় সংস্করণের উদ্বোধনের মাধ্যমে সেই পথে আরও একধাপ এগিয়ে গেল গেরুয়া শিবির।
মহিলাদের সুবিদার্থে মঙ্গলবার উজ্জ্বলা গ্যাসের দ্বিতীয় সংস্করণের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিনামূল্যে রান্না গ্যাস পৌঁছে যাবে প্রত্যেকের ঘরে ঘরে। যারা প্রথম সংস্করণে এই সুবিধা গ্রহণ করতে পারেননি, এবার তারা দ্বিতীয় সংস্করণে এই সুবিধা পাবে, দাবি মোদি সরকারের।

মঙ্গলবার উত্তরপ্রদেশের মাহোবা জেলায় এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি এই প্রকল্পের কথা সকলের সামনে তুলে ধরবেন তিনি। অনুষ্ঠানে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। প্রধানমন্ত্রী সোমবার এই প্রকল্পের উদ্বোধনের কথা জানিয়ে একটি ট্যুইট করে লেখেন, ‘মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উত্তরপ্রদেশের মাহোবার বাসিন্দাদের হাতে উজ্জ্বলা যোজনার দ্বিতীয় পর্যায়ে এলপিজি সংযোগ তুলে দেওয়া হবে।’

এদিন আনুষ্ঠানিক উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী কার্যত ১০ জন মহিলাকে বিনামূল্যে গ্যাস সংযোগ বিতরণ করেন। এদিন উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেন, ‘করোনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুবিধাভোগীদের জন্য ৬’ মাসের জন্য বিনামূল্যে সিলিন্ডার সরবরাহ করেছিলেন। ২০১৪ সালের আগে অনেকে কাছে এলপিজি কানেকশন ছিল না, তারা সেই সময় কেউ সিলিন্ডার পায়নি’।

প্রসঙ্গত আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে মানুষের মন জয় করতে এখন থেকেই নেমে পড়েছে গেরুয়া শিবির।এর আগে যখন উত্তরপ্রদেশে ‘১৭ সালে নির্বাচন হওয়ার কথা ছিল তার ঠিক আগে ২০১৬ সালে প্রথমবারের জন্য উজ্জ্বলা যোজনা শুরু করা হয়েছিল।

সেই সময়ে উত্তরপ্রদেশের সাধারণ নির্বাচনে এই উজ্জ্বলা যোজনা একটা বড় ফ্যাক্টর হিসেবে সামনে এসেছিল। এবারেও উত্তরপ্রদেশে নির্বাচনকে পাখির চোখ করেই উজ্জ্বলা গ্যাসের সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে চায় মোদি সরকার। বিশেষজ্ঞদের ধারণা, আগামী বছর ২০২২ এর নির্বাচনের আগেও উজ্জ্বলা যোজনা বিজেপির পক্ষে একটি ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারে।

উজ্জ্বলা গ্যাসে কি সুবিধা মিলবেঃ
এই উজ্জ্বলা যোজনা দ্বিতীয় সংস্করণে নামমাত্র নথিপত্র দেখিয়ে বিনামূল্যে রান্নার গ্যাস পেয়ে যাবেন দরিদ্রসীমার নিচে থাকা পরিবারের মহিলারা। পরিযায়ীদের ক্ষেত্রে রেশন কার্ড বা ঠিকানা প্রমাণপত্র দেখানোর কোনও প্রয়োজন নেই। এই প্রথমবার যে উজ্জ্বলা যোজনা প্রকল্প শুরু করা হচ্ছে তা কিন্তু নয়।প্রসঙ্গত, উজ্জ্বলা গ্যাসের প্রথম পর্যায়ে উত্তরপ্রদেশে ১,৪৭,৪৩,৮৬২ দরিদ্র পরিবারে এলপিজি কানেকশন দেওয়া হয়। যারা তখন এই কানেকশন পায়নি, তারা এখন এই কানেকশন পাবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?