Fire at Italy: চলতি বছর প্রায় ৮০০ দাবানল আঘাত হেনেছে ইতালিতে

অনলাইন ডেস্ক, ১০ আগস্ট।। চলতি বছর প্রায় ৮০০ দাবানল আঘাত হেনেছে ইতালিতে। যা সাম্প্রতিক অন্য যেকোনো বছরের তুলনায় তিনগুণ বেশি এবং এতে কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানায়, এ দাবানলের অর্ধেকের বেশি মানব সৃষ্ট বলে ধারণা করছেন কর্তৃপক্ষ।

তারা বলছেন, অগ্নিসংযোগকারী বা কৃষকরা নিয়ম লঙ্ঘন করে আগুন জ্বালানোয় দাবানলের সূত্রপাত হয়।

ইতালির দক্ষিণাঞ্চলে নেপলস থেকে ৪৮ কিলোমিটার দূরে মন্টেসার্শিও শহরের কাছে গত বৃহস্পতিবার ৫০ বছর বয়স্ক একজন মেষপালক ঝোপঝাড়ে আগুন দিতে গিয়ে নজরদারি ক্যামেরায় ধরা পড়ে। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। একই স্থানের কাছাকাছি গত বছর একটি দাবানল তৈরি হয়েছিল।

স্থানীয় কর্মকর্তা বলছেন, ওই কৃষক সম্ভবত তার চারণভূমি নতুন করে ব্যবহারের জন্য এ কাজ করছিলেন।

কিন্তু এই ধরনের আগুন নিয়ন্ত্রণের জন্য যে কঠোর নিয়ম রয়েছে তিনি তা অমান্য করেছিলেন। পরে নজরদারি কর্মকর্তাদের এগিয়ে আসতে দেখে লাইটার লুকিয়ে ফেলার চেষ্টা করেন।

গত সপ্তাহে পরিবেশ পরিবর্তন মন্ত্রী রবার্তো সিঙ্গোলানি সংসদে বলেন, ইতালির সাম্প্রতিক দাবানলগুলোর ৫৭.৪ শতাংশ অগ্নিসংযোগের কারণে এবং ১৩.৭ শতাংশ মানুষের অনিচ্ছাকৃত কাজের কারণে ঘটেছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?