Attack: শ্রীনগরে ফের গ্রেনেড হামলায় কমপক্ষে আহত দুজন নিরাপত্তা বাহিনীর জওয়ান সহ ৯’জন

অনলাইন ডেস্ক, ১০ আগস্ট।। একের পর এক ঘটনায় ফের উত্তপ্ত কাশ্মীর উপত্যকা। শ্রীনগরে ফের গ্রেনেড হামলায় কমপক্ষে আহত হয়েছেন দুজন নিরাপত্তা বাহিনীর জওয়ান সহ ৯’জন স্থানীয় মানুষ। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে সন্ত্রাসবাদীরা শ্রীনগরের অন্যতম ব্যস্ততম রাস্তা হরি সিং হাইতে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে।

কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিদের ছোঁড়া গ্রেনেড রাস্তাতেই বিস্ফোরণ হয়ে যায়। আহত হয়েছেন দুজন নিরাপত্তা বাহিনীর জওয়ান সহ ৯’জন স্থানীয় মানুষ। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তাবাহিনী আধিকারিকরা। কিন্তু এখনও পর্যন্ত কোনও গ্রেফতারের খবর নেই। এর কিছুদিন আগেই কাশ্মীরের সোপিয়ানে জঙ্গি হামলায় এক সিআরপিএফ জওয়ান আহত হন।

নিরাপত্তাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ক্রাল চেক এলাকার জায়নাপোরাতে নিরাপত্তাবাহিনীর টহলদারি চালানোর সময় এই হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় আহত হন ১৭৮ ব্যাটেলিয়ন কনস্টেবল অজয় কুমার। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পর পর চারদিন ধরে জঙ্গি হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত উপত্যকা। অস্ত্র, বিস্ফোরক উদ্ধার থেকে শুরু করে চারটি হামলার ঘটনা ঘটে। সোমবার জঙ্গি হামলায় সস্ত্রীক খুন হন বিজেপি নেতা গুলাম রাসুল দার ও তার স্ত্রী জওহার বানু।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?