স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ আগস্ট।। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ভোলা বাবাকে পূজা দেওয়ার জন্য আমতলী ভোলানন্দ আশ্রম থেকে ১০০ জনের মতো ধর্মপ্রাণ মানুষ পায়ে হেঁটে খয়েরপুর চৌদ্দ দেবতা বাড়ির মন্দিরের সামনের হাওড়া নদী থেকে জল নিয়ে আবার আমতলী ভোলানন্দ আশ্রমে ফিরে আসেন।
শিবের মাথায় জল ঢালেন ভক্তরা। শ্রাবণ মাস শিবের জন্ম মাস। শিব ভক্তরা শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে উপোস করে শিবের উপাসনা করেন। শ্রাবণ মাসের প্রতিটি শিবমন্র এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস শিবের জন্ম মাসে পূজার্চনা করলে মনোবাসনা পূর্ণ হয়।
সেই ধর্মীয় বিশ্বাস নিয়েই শিব ভক্ত আমতলী ভোলানন্দ আশ্রম থেকে ভার নিয়ে রওয়ানা হন হাওড়া নদী থেকে জল আনতে।ধর্মপ্রাণ মানুষ পায়ে হেঁটে খয়েরপুর চৌদ্দ দেবতা বাড়ির মন্দিরের সামনের হাওড়া নদী থেকে জল নিয়ে ফিরে যান ভোলা নন্দ আশ্রমে।
হাওড়া নদী থেকে জল সংগ্রহ করে আনন্দ আশ্রম এ গিয়ে তারা শিবের মাথায় জল ঢালেন। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ভোর রাত থেকেই ধর্মপ্রাণ মানুষের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।
রাজ্যের অন্যান্য শিব মন্দির গুলিতেও তৃতীয় সোমবার ব্যাপক ভিড় ও উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। তবে করোণা বিধি মেনে যাবতীয় পূজার্চনার আয়োজন করা হয় বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন।