অনলাইন ডেস্ক, ৯ আগস্ট।। ভারতে অবস্থান করা বিদেশি নাগরিকদের করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রক এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রক জানায়, করোনার টিকা নেওয়ার জন্য বিদেশি নাগরিকরা এখন থেকে তাদের পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট ব্যবহার করে কোউইন পোর্টালের মাধ্যমে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
বর্তমানে অনেক বিদেশি নাগরিক ভারতে অবস্থান করছেন। সার্বিক স্বাস্থ্য সুরক্ষায় ভারতে করোনা পরবর্তী সংক্রমণ রোধ এবং টিকা না নেওয়া মানুষের মাধ্যমে করোনার প্রতিরোধে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, আবারও এ ধরনের ঘটনার মুখোমুখি হওয়ার চেয়ে সব উপযুক্ত ব্যক্তিদের টিকা দেওয়াটা গুরুত্বপূর্ণ।গত ১৬ জানুয়ারি থেকে ভারতে জাতীয় পর্যায়ে করোনার টিকা দেওয়া শুরু করা হয় এবং ১৮ বছরের বেশি বয়সীদের করোনার টিকা দেওয়া হয়।এ পর্যন্ত ভারত সরকার ৫১ কোটির বেশি ডোজ টিকা প্রদান করেছে।