অনলাইন ডেস্ক, ৯ আগস্ট।। মাত্র তিন দিনের মধ্য আফগানিস্তানের পাঁচটি প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান যোদ্ধারা। সর্বশেষ তাখার প্রদেশের রাজধানী তালোকান দখলে নেয় তারা।
আলজাজিরা জানায়, কেবল রবিবার একদিনেই উত্তরাঞ্চলীয় তিনটি প্রাদেশিক রাজধানী দখলে নেয় তালেবান যোদ্ধারা।
আফগান সরকারি বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর রবিবার কয়েক ঘণ্টার ব্যবধানে তারা কুন্দুজ, সার-ই-পুল এবং তালোকান শহরের নিয়ন্ত্রণ নেয়।
প্রথমে তারা উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের কুন্দুজ শহর নিয়ন্ত্রণে নেয়। এরপর সার-ই-পুল প্রদেশের রাজধানীও তালেবান যোদ্ধাদের দখলে যায়। সর্বশেষ তাখার প্রদেশের রাজধানী তালোকান নিয়ন্ত্রণে নেয় তারা।
সন্ধ্যায় টুইটারে তালেবান দাবি করে, তাদের যোদ্ধারা তাখার প্রদেশের রাজধানী তালোকান নিয়ন্ত্রণে নিয়েছে।
তালোকানের বাসিন্দা জাবিহুল্লাহ হামিদি বার্তা সংস্থা এএফপিকে জানান, গাড়িবহর নিয়ে নিরাপত্তা বাহিনী এবং সরকারি কর্মকর্তাদের শহর ছেড়ে যেতে দেখেছেন তিনি।
একটি নিরাপত্তা সূত্র এএফপিকে বলেছে, ‘সরকার সহায়তা পাঠাতে ব্যর্থ হওয়ায় আমরা আজ বিকেলে শহরটি থেকে সরে এসেছি। দুঃখজনকভাবে শহরটি তালেবানের হাত চলে গেছে। ’
এর আগে শনিবার ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় প্রাদেশিক রাজধানীর দখল নেয় তালেবান যোদ্ধারা। সরকারি বাহিনীর সঙ্গে এক সপ্তাহের লড়াইয়ের পর শনিবার জাওঝান প্রদেশের শেবেরগান শহরটির নিয়ন্ত্রণ নেয় তারা।
আগের দিন তালেবান যোদ্ধারা ইরান সীমান্তবর্তী নিমরোজ প্রদেশের প্রাদেশিক রাজধানী জারাঞ্জ দখল করে নেয়।