Pegasus: পেগাসাস স্পাইওয়্যার প্রস্তুতকারক ইসরাইলি সংস্থার সঙ্গে কোনওরকম লেনদেন হয়নি, জানালেন প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক, ৯ আগস্ট।। পেগাসাস স্পাইওয়্যার প্রস্তুতকারক ইসরাইলি সংস্থা এনএসওর সঙ্গে কোনওরকম লেনদেন হয়নি বলে জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। সিপিএম সাংসদ ড. শিবদাসান রাজ্যসভায় এই সংক্রান্ত প্রশ্ন করেছিলেন এবং তারই প্রত্যুত্তরে এই কথা জানিয়েছে সরকার। তিনি জানতে চেয়েছিলেন, এনএসও গ্রুপ টেকনোলজির সঙ্গে সরকারের কোনও লেনদেন হয়েছে কিনা এবং হয়ে থাকলে তার বিস্তারিত তথ্য দেওয়া হোক।

তবে জুনিয়র প্রতিরক্ষামন্ত্রী অজয় ভাট এই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি সরকার এও জানিয়েছে, কোনওরকম বেআইনি নজরদারিও চালানো হয়নি কারও উপর। কিন্তু সরকারের এই উত্তরে খুশি নন বিরোধী নেতারা। তাঁরা স্পষ্ট ও সোজাসুজি জানতে চান যে, এনএসওর সঙ্গে সরকারের কোনও চুক্তি হয়েছে কিনা এবং নাগরিকদের ফোনে আড়ি পাতা হয়েছে কিনা।

আইন অনুযায়ী, নজরদারির জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক নয়, বরং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও ইলেক্ট্রনিকস ও তথ্য প্রযুক্তি মন্ত্রক দায়ী। প্রসঙ্গত, আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট করেছিল যে, ইসরাইলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে বহু ভারতীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে আড়ি পাতা হয়েছে। এরপরই দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়।

বিরোধীদের শোরগোলে আলোড়ন সৃষ্টি হয় কেন্দ্রীয় ও রাজ্য রাজনীতিতে। বিষয়টি সুপ্রিম কোর্ট অবধিও গড়িয়েছে। স্বতন্ত্র তদন্তের দাবিও তোলা হয়েছে। এনএসও স্পষ্ট করে জানিয়ে দেয় যে, সরকার ও অন্যান্য এজেন্সিরাই তাদের ক্রেতা। এনএসওর পক্ষ থেকে এই বিবৃতি আসার পর বিরোধীরা সরকারের কাছে স্বচ্ছ ও সোজাসুজি জবাব চান।

গত সপ্তাহে এক যৌথ বিবৃতিতে ১৪টি বিরোধী দল সংসদে পেগাসাস ইস্যু নিয়ে আলোচনার দাবি তোলে। এর সঙ্গে ‘জাতীয় নিরাপত্তা’ জড়িত দাবি করে বিরোধীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতিক্রিয়া জানতে চেয়েছে। সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও পেগাসাস-সমস্যা নিয়ে বিরোধীদের বক্তব্য শোনার দাবি তোলা হয়েছে গোটা সপ্তাহ জুড়ে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?