Murder: কাশ্মীরে পুঞ্চ জেলায় বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই সস্ত্রীক খুন বিজেপি নেতা

অনলাইন ডেস্ক, ৯ আগস্ট।। স্বাধীনতা দিবসের আগেই, দেশজুড়ে একের পর এক নাশকতার ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। কাশ্মীরে পুঞ্চ জেলায় বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই সস্ত্রীক খুন হলেন বিজেপি নেতা। ঘটনাস্থল কাশ্মীরের অনন্তবাগের লাল চক এলাকা।

সোমবার ভারতীয় জনতার পার্টির নেতা, বিজেপি কিসান মোর্চার সভাপতি গুলাম রাসুল দার ও তার স্ত্রীকে লক্ষ করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। সমস্ত ঘটনা সম্পর্কে জানান, বিজেপি নেতা আলতাফ ঠাকুর।

আলতাফ জানিয়েছেন, গুলাম রাসুল দার অনন্তনাগের সরপঞ্চ ছিলেন। পুলিশ এই ঘটনায় লস্কর-ই তৈবা জঙ্গি সংগঠনে হাত থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, এদিন হত্যার ঘটনার কয়েক ঘন্টার আগেই উপত্যকার পুঞ্চ জেলার নিরাপত্তারক্ষীরা প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। উদ্ধার হয়েছে দুটি একে-৪৭ রাইফেলস, চারটি একে-৪৭ মাগ্যাজিন, একটি চাইনিজ পিস্তল, ১০টি পিস্তল ম্যাগাজিন, ৪টি গ্রেনেড সহ ২৫৭ রাউন্ড গোলাবারুদ।

স্বাধীনতা দিবসের আগেই একের পর নাশকতার ঘটনায় উত্তপ্ত কাশ্মীর থেকে পঞ্জাব। রবিবার পঞ্জাবের সীমান্ত থেকে অত্যাধুনিক আইডি বিস্ফোরক সহ গোলাবারুদ উদ্ধার হয়েছে। উদ্বিগ্ন প্রশাসন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?