Mamata Banerjee: ত্রিপুরায় হামলায় আহত দুই তৃণমূল কর্মীকে হাসপাতালে গিয়ে দেখে আসলেন মমতা ব্যানার্জী

অনলাইন ডেস্ক, ৯ আগস্ট।। ত্রিপুরার রাজনৈতিক অবস্থা নিয়ে সরগরম রাজ্য সহ সর্ব ভারতীয় রাজনীতি। রবিবার গ্রেফতার করা হয় তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্য,সুদীপ রাহা, জয়া দত্ত প্রমুখদের।

অভিযোগ তৃণ্মূল নেতাদের এসকর্ট দেওয়ার নাম করে ভুল পথে নিয়ে যায় পুলিশ। সেখানে বিজেপির সমর্থকরা জটলা করে দাঁড়িয়েছিলেন।এরপর হামলা সংঘটিত হয় তৃণমূল যুবনেতাদের ওপর।

এরপর নাইট কার্ফু ভাঙার অপরাধে গ্রেফতার করা হয় দেবাংশু, জয়া, সুদীপদের। রবিবার জামিন পাওয়ার পর রাতেই আহত দেবাংশু, জয়া, সুদীপদের নিয়ে কলকাতায় ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, কুণাল ঘোষেরা।

আহত নেতাদের ভর্তি করা হয় হাসপাতালে। দেবাংশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

সোমবার আহত সুদীপ-জয়াদের দেখতে এসএসকেএম হাসপাতালে পোঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা এগারোটা কুড়ি মিনিট নাগাদ তিনি উডবার্ন ওয়ার্ডে গিয়ে দেখা করেন আহত যুব নেতাদের সঙ্গে।

সেখানেই তিনি ত্রিপুরা সরকার ও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন “আমি নিশ্চিত স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই এই সব ঘটনা ঘটেছে।

আমি বিশ্বাস করি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই কাজ করানোর মত সাহস নেই। আমাদের ছাত্র নেতাদের পুলিশের সামনে দাঁড় করিয়ে মেরেছে সুদীপের মাথা ফেটেছে, জয়ার কান ফেটেছে।

যারা অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি, ৬ ঘণ্টা ওদের কোন চিকিৎসা দেওয়া হয়নি। এতটাই নির্দয় বিজেপি, এর আগে ওরা অভিষেকের গাড়ি ভাংচুর করেছিল’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?