Kidnapped: ৭ বছর আগে অপহৃত একটি মেয়েকে বোকোহারামের সন্ত্রাসীরা মুক্ত করেছে

অনলাইন ডেস্ক, ৯ আগস্ট।। নাইজেরিয়ার বোর্নো রাজ্যের গভর্নর জানালেন, চিবুক শহরে ৭ বছর আগে অপহৃত একটি মেয়েকে বোকোহারামের সন্ত্রাসীরা মুক্ত করে দিয়েছে। সে এখন মা-বাবার কাছে আছে।

রয়টার্স জানায়, সন্ত্রাসীরা ২০০ জন সহপাঠীসহ তাকে অপহরণ করেছিল। এর পর কেটে গেছে সাত বছর।

২০১৪ সালের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরে এপ্রিলের এক রাতের এ অপহরণের ঘটনা ঘটে। যা আন্তর্জাতিক ক্ষোভের জন্ম দেয়। সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ ‘ব্রিং ব্যাক আওয়ার গার্লস’ বা ‘আমাদের মেয়েদের ফিরিয়ে দাও’ ভাইরাল হয়ে যায়।

গভর্নর বাবাগানা জুলুম শনিবার জানান, মেয়েটি ও যাকে বন্দিদশায় বিয়ে করেছে ওই ব্যক্তি ১০ দিন আগে আত্মসমর্পণ করেছে।

সরকারি কর্মকর্তারা তাকে শনাক্ত করতে ও তার মা-বাবাকে জানাতে কিছুটা সময় নিয়েছেন।

বোকোহারাম প্রাথমিকভাবে ২৭০টি মেয়েকে অপহরণ করেছিল। মধ্যস্থতার পর ২০১৭ সালে ৮২ জনকে মুক্ত করে দেয়।

এর মধ্যে কেউ কেউ পালতে সমর্থ হয় বা অনেককে উদ্ধার করা হয়। তবে অনুমান করা হচ্ছে যে, এখনো ১১৩টি মেয়ে তাদের জিম্মায় রয়েছে।

গভর্নর বলেন, মেয়েটি ফিরে আসায় আশা করা হচ্ছে বন্দিদশায় থাকা অন্য মেয়েদের হয়তো বা খুঁজে পাওয়া যাবে।

আরও জানান, সরকারের পুনর্বাসন কর্মসূচির আওতায় মেয়েটি মনোরোগ ও অন্যান্য চিকিৎসা সহায়তার সুযোগ পাবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?