Electricity: মোহনপুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, ক্ষুব্ধ গ্রাহকেরা

স্টাফ রিপোর্টার, মোহনপুর, ৯ আগস্ট।। মোহনপুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে । পরিষেবার মানোন্নয়নে কোন পদক্ষেপ গ্রহণ করছে না বিদ্যুৎ পরিষেবা সরবরাহকারী সংস্থা ফেডকু।

গোটা মোহনপুর মহাকুমার জুড়ে বিদ্যুতের লো ভোল্টেজ, দীর্ঘসময় বিদ্যুৎহীন অবস্থা এবং বিনা ঘোষণায় দিন ভর বিদ্যুৎহীন রাখা হলো মোহনপুর মহাকুমার বিদ্যুৎ ভোক্তাদের। কোয়ালিটি বিদ্যুৎ পরিষেবার নামে ফেডকুর হাতে বিদ্যুৎ পরিষেবা তুলে দিয়ে রাজ্য সরকার এ কোন কোয়ালিটির বিদ্যুৎ পরিষেবা মানুষকে দিতে চাইছেন প্রশ্ন জনসাধারণের?

প্রতিমাসে মোটা অংকের টাকা জমা করে যে সমস্ত গ্রাহকরা বিদ্যুৎ পরিষেবা নিচ্ছেন তাদের কাছে আজকের তারিখে সবচেয়ে বড় প্রতারক সংস্থার নাম ফেডকো। যেদিন থেকে এই সংস্থা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব নিয়েছে সেদিন থেকেই নাভিশ্বাস উঠেছে বিদ্যুৎ ভোক্তাদের।

মোহনপুর মহাকুমা এলাকায় প্রতি মাসে অন্তত দশ দিন ভোররাত থেকে লো-ভোল্টেজ হয়ে যাচ্ছে। বিশেষ করে বামুটিয়া ইলেকট্রিক সাব ডিভিশনে এই ধরনের ঘটনা নিয়মিত হচ্ছে। এর ফলে বহু বৈদ্যুতিক যন্ত্র বিকল হয়ে যাচ্ছে। আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিদ্যুৎ ভোক্তারা।

যেখানে সার্ভিস চার্জ নিয়ে, মোটা বিল নিয়ে মানুষকে ভালো পরিষেবা দেওয়ার কথা ছিল সেখানে দিনের-পর-দিন নিম্ন থেকে নিম্নমানের বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হচ্ছে বিদ্যুৎ ভোক্তাদের। রবিবার দিন ভর মোহনপুর মহাকুমা বিভিন্ন অঞ্চল বিদ্যুৎহীন ছিল। ভোক্তাদের অভিযোগ কোনো আগাম ঘোষণা ছাড়াই গোটা অঞ্চলকে বিদ্যুৎহীন রাখলো ফেডকো।

প্রতিদিন এই অনিয়মের অভিযোগ নিয়ে বামুটিয়া থেকে শুরু করে মোহনপুর ইলেকট্রিক সাব ডিভিশন এলাকায় ফেডকোর অফিসে গেলে ভোক্তাদের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ করছে ফেডকোর অকর্মণ্য আধিকারিকদের বিরুদ্ধে।

যারা মানুষকে সঠিক পরিষেবা দিতে আগাগোড়াই ব্যর্থ হচ্ছে তারাই সাধারণ ভোক্তাদের আওয়াজ দাবিয়ে দিতে এই ধরনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুলছেন বিদ্যুৎ ভোক্তারা। অভিযোগ বামুটিয়া ইলেকট্রিক সাব ডিভিশন এলাকায় বহু মানুষের বাড়িতে এখনো ইলেকট্রিক মিটার বিকল হয়ে রয়েছে।

আবার বহু বাড়িতে ইলেকট্রিক মিটার প্রদান করা হয়নি। দুই ক্ষেত্রেই নিজেদের মর্জিমাফিক লম্বা বিল ধরিয়ে দিচ্ছে ফেডকো কর্তৃপক্ষ। কোন অভিযোগের ধার ধারছে না ফেডকো। দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে চাইলে ভোক্তাদের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়ার হুমকি দিচ্ছে ফেডকো আধিকারিকরা।

এ সমস্ত অভিযোগ কে ঘিরে গোটা এলাকার বিদ্যুৎ ভোক্তারা বেজায় ক্ষুব্ধ। দাবি উঠছে এই অকর্মণ্য ফেডকোকে বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব থেকে হটিয়ে রাজ্যের বিদ্যুৎ ভোক্তাদের সঠিক পরিষেবা প্রদান উদ্যোগ গ্রহণ করুক সরকার।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?