অনলাইন ডেস্ক, ৯ আগস্ট।। ত্রিপুরায় তৃণমূল যুবনেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছিল শনিবার।এরপর রবিবার গ্রেফতার হন দেবাংশু ভট্টাচার্য,সুদীপ রাহা, জয়া দত্তরা।
রবিবারেই ত্রিপুরা পৌছান অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, কুণাল ঘোষ,দোলা সেনের মত শীর্ষ নেতৃত্বরা।
এই সামগ্রিক ঘটনার প্রতিবাদে আজ সোমবার দিল্লিতে গান্ধিমূর্তির পাদদেশে ধরনায় বসেন তৃণমূল সাংসদরা।
এইদিন ডেরেক ও ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মৌসম বেনজির নূর, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, শতাব্দী রায়, সহ বেশ কয়েকজন সাংসদ ধর্নায় বসেন।
সাংসদদের হাতে ছিল প্ল্যাকার্ড।যাতে লেখা ছিল ”ত্রিপুরায় গণতন্ত্র ফেরাতে হবে”, ”ত্রিপুরায় স্বৈরতন্ত্র নিপাত যাক”। এর সঙ্গে ছিল কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে স্লোগান।