অনলাইন ডেস্ক, ৯ আগস্ট।। করোনা প্রথম ঢেউয়ের থিতবস্থা আসতে না আসতেই শুরু হয় দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ। এবার সেই দ্বিতীয় ঢেউ সংক্রমণের চড়াই-উৎরাইয়ের মধ্যে আতঙ্ক বাড়াচ্ছা করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট।
করোনার প্রথম ঢেউয়ের সময় সংক্রমণ থেকে মৃত্যুতে সবেতেই শীর্ষস্থানে ছিল মহারাষ্ট্র। এবারেও সেই মারাঠাভূমেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। মহারাষ্ট্রে ৪৫ জন আক্রান্তের খোঁজ মিলেছে।
উদ্বিগ্ন ঠাকরে সরকার। রবিবার শুধু মহারাষ্ট্রেই ৪৫ জনের শরীরে করোনার ডেল্টা প্লাসের ভাইরাস পাওয়া গিয়েছে। জলগাঁওয়ে ১৩ জন, রত্নাগিরিতে ১১ জন, মুম্বইতে ৬ জন ও থানেতে ৫ জন ও পুনেতে ৩ জনের শরীরে মিলেছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট।
স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে, ৮০ শতাংশ নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছিল পরীক্ষায় করোনা ডেল্টা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পজিটিভ রেজাল্ট এসেছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে করোনা সচেতনতা নিয়ে একাধিকবার রাজ্যের মানুষকে সচেতন করে বহু কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করেছেন। ফের একবার করোনা নিয়ে আরও একবার সচেতনতার কথা বললেন তিনি।
উদ্ধব ঠাকরে রাজ্যবাসীকে সচেতন করে দিয়ে বলেন, ‘করোনা অতিমারি এখনও রয়েছে। প্রথম ও দ্বিতীয় ঢেউ গিয়েছে। সামনেই উৎসবের মরশুম। আমাদের প্রত্যেককে কোভিড বিধিনিষেধ মেনে চলতে হবে।
পুনে, আহমেদনগর, সোলাপুর, সাংলি, সাতারা, সিন্ধুদর্গ, রত্নাগিরি এলাকাকে অনেক বেশি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।’ রবিবার মহারাষ্ট্রে নতুন করে ৫৫০৮ জনের শরীরে করোনাভাইরাস মিলেছে, ১৫১ জন মারা গিয়েছেন করোনায়।
প্রসঙ্গত, আর কিছুদিন পরেই মহারাষ্ট্রে শুরু হবে গণপতি উৎসব। গত বছর করোনা বিধিনিষেধে মধ্যে পালিত হয়েছিল এই উৎসব।
গণপতির সাইজও ছোট করা হয়েছিল।ভাসান থেকে পুজো সব ক্ষেত্রেই কঠোর বিধিনিষেধ লাগু ছিল। এবারও সেই গণপতির পুজোর আগেই আতঙ্ক বাড়াচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট।