অনলাইন ডেস্ক, ৭ আগস্ট।। উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, সিকিম সহ পশ্চিমবঙ্গে আগামী ১০ আগস্ট থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)।
আগামী দু’দিন ৭ ও ৮ আগস্ট পশ্চিম মধ্যপ্রদেশ ও পূর্ব রাজস্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। বিগত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি ফলে বানভাসী এই রাজ্যগুলি।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ১০ থেকে ১১ আগস্ট পূর্ব উত্তর প্রদেশ, হিমালয়ের পাদদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম সহ উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি চলবে।
গুজরাট, মহারাষ্ট্রে আগামী পাঁচ বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে। আগামী ১০ আগস্ট থেকে কেরল ও তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি।