অনলাইন ডেস্ক, ৭ আগস্ট।। ইতিহাস গড়লেন নীরজ চোপড়া, স্বাধীন ভারতের প্রথম ট্র্যাক এন্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে সোনা জিতলেন নীরজ চোপড়া।
শনিবার সারা দেশ টোকিও অলিম্পিকের এই ইভেন্টের দিকে চোখ রেখে একটাই প্রার্থনা জানিয়েছে সোনা জিতুন নীরজ। নীরজের প্রথম থ্রো ছিল ৮৭.০৩,দ্বিতীয় প্রচেষ্টায় নীরজ জ্যাভেলিন থ্রো করেন ৮৭.৫৮।
কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে যান তখনই।যোগ্যতা অর্জন পর্বেও প্রথম হয়েই তিনি ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন তিনি।
তবে অনেকে দাবি করছেন ১৯০০ সালের অলিম্পিকে নর্মান প্রিচার্ড ট্র্যাক এন্ড ফিল্ডে জোড়া সোনা জিতেছিলেন।কিন্তু ভারতের হয়ে তিনি অংশ নেননি।
তাছাড়াও স্বাধীনতার পর ভারতের ট্র্যাক এন্ড ফিল্ডে এই প্রথম সোনা এল।ব্যক্তিগত ইভেন্টে ২০০৮ সালের শুটিঙয়ে অভিনব ব্রিন্দার পর ২০২১ এ সোনা নিয়ে এলেন জ্যাভলিনে নীরজ চোপড়া।