অনলাইন ডেস্ক, ৭ আগস্ট।। সারা দেশ আশায় বুক বেঁধে ছিল, গল্ফে মহিলা গলফার অদিতি অশোকের হাত ধরে আসছে আরও একটা অলিম্পিক পদক হয়ত বা রুপো।
শেষ পর্যন্ত অবশ্য দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েও চতুর্থ হলেন অদিতি, শেষ হয়ে গেল গলফে ভারতের প্রথম পদকের আশা।
প্রথম রাউন্ডের শেষে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে ছিলেন অদিতি অশোক। টোকিও অলিম্পিক্সের গলফ থেকে ভারতে পদক জয়ের স্বপ্ন দেখা শুরু সেই থেকেই। দ্বিতীয় রাউন্ডের শেষেও ভারতের ২৩ বছর বয়সী মহিলা গল্ফার ছিলেন যুগ্মভাবে দ্বিতীয় স্থানে।
তৃতীয় রাউন্ডেও তিনি একক ভাবে দ্বিতীয় স্থান অধিকার করে রুপোর স্বপ্ন জিইয়ে রেখেছিলেন। চতুর্থ রাউন্ডে ভালো শুরু করেও পরাজিত হলেন তিনি। টেক্কা দিয়ে গেলেন জাপানের মোনে ইনামি এবং নিউজিল্যান্ডের লিদিয়া কো।