স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ আগস্ট।। কারফিউ’র মধ্যেও রাজধানীতে থেমে নেই চুরির ঘটনা৷ গৃহস্থের উপস্থিতির মধ্যেই আবার দুঃসাহসিক চুরি হলো রাজধানীর রামনগর পেয়ারি মাস্টার বাগান এলাকায়৷
বৃহস্পতিবার রাতে চুরি হয় পেয়ারি মাস্টার বাগান এলাকার সন্ধ্যা পাল ভৌমিকের বাড়িতে৷ মহিলার অভিযোগ গতকাল রাতে উনি এবং উনার দুই মেয়ে বাড়ির এক তলার ঘরে ঘুমিয়ে ছিলেন৷ নিচের ঘরে উনার রান্নাবান্না হয়৷ সেই ঘরে রয়েছে মূল্যবান কিছু সামগ্রী৷
প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ তারা রাতের খাওয়া শেষ করে উপরের ঘরে ঘুমিয়ে থাকেন৷ ভোরে ঘুম থেকে উঠে দেখেন মুখ্য দরজার তালা ভাঙা৷ তছনছ করা হয়েছে ঘরের আসবাবপত্র৷
কিছু বাসনপত্র সহ নীচের ঘরের মূল্যবান যা কিছু ছিল তা সব চুরি হয়ে গেছে৷ সকালে এই চুরির ঘটনা টের পেয়ে তিনি সঙ্গে সঙ্গে ফোন করে বটতলা ফাঁড়িতে অভিযোগ জানানোর চেষ্টা করেন৷
কিন্তু পুলিশ ফাঁড়িতে ফোন ঢুকেনি৷ পরে একটা সময় মা-মেয়ে নিজেই ছুটে যান ফাঁড়ি থানায়৷ কর্তব্যরত পুলিশ বাবুদের কাছে বিস্তারিত অভিযোগ জানিয়ে বাড়ি ফিরে আসেন৷
কিন্তু দুপুর পর্যন্ত পুলিশের কোন দেখা মেলেনি বলে অভিযোগ৷ বিষয়টি নিয়ে প্রচণ্ড ক্ষোভ ব্যক্ত করেন সন্ধ্যা পাল ভৌমিক৷ কারফিউর মধ্যে সাধারণ মানুষের চলাফেরা নিষেধ রয়েছে৷
শহরের সর্বত্রই পুলিশকে ঘোরাফেরা করতে দেখা যায়৷ কিন্তু তারপরও কিভাবে রাতের অন্ধকারে চোরেরা চুরি করতে ছাড় পাচ্ছে তা নিয়ে প্রশ্ণ তুলেন ওই মহিলা৷
অন্যদিকে, সন্ধ্যার পর বটতলা ফাঁড়ি পুলিশ জানায়, এই চুরির অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে৷ পুলিশ চোর ধরার চেষ্টা জারি রেখেছে বলে থানা বাবুদের দাবি৷
অন্যদিকে, একই রাতে জিবি হাসপাতালের ভেতরে এক রোগীর আত্মীয়দের কাছ থেকে টাকা এবং স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ ওঠে অপর এক রোগীর মহিলা আত্মীয়ের বিরুদ্ধে৷
পরবর্তীকালে হাসপাতালে বেসরকারি নিরাপত্তারক্ষীর সহায়তায় অভিযুক্ত মহিলার কাছ থেকে স্বর্ণালঙ্কার এবং কিছু টাকা উদ্ধার করা হয়৷ পরবর্তীকালে বিষয়টি নিয়ে জিবি ফাঁড়ি থানায় অভিযোগ করা হয় বলে জানা গেছে৷