Social Media: সোশ্যাল মিডিয়াকে ‘বেলাগাম ঘোড়া’, প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিলেন যোগী আদিত্যনাথ

অনলাইন ডেস্ক, ৭ আগস্ট।। সোশ্যাল মিডিয়া ‘বেলাগাম ঘোড়া’। এর নিয়ন্ত্রণ টানা দরকার। শুক্রবার এমনটাই জানিয়ে বিজেপি আইটি সেলকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে দলীয় কর্মীদেরও তিনি সতর্ক করেছেন যাতে এই সোশ্যাল মিডিয়ার ফাঁদে কেউ পা না দেন।

কীভাবে বিরোধীদের অপ্রচারকে ভোঁতা করা যায়? সেই প্রশিক্ষণের জন্য দলের আইটি এবং সোশ্যাল মিডিয়া ইউনিটের থেকে প্রশিক্ষণ নিতে কর্মী-সমর্থকদের নির্দেশ দেন আদিত্যনাথ। সতর্ক না হলে ভোটের আগে সোশ্যাল মিডিয়া ট্রায়ালের সামনে পড়তে পারেন বিজেপি কর্মী-সমর্থকরা বলে ভোটের আগে সরব হয়েছেন যোগী।

পাশাপাশি তিনি বলেছেন, ‘রাজ্যের ছোট একটা ঘটনা নিয়ে বিদেশে সোশ্যাল মিডিয়া ট্রায়াল শুরু হয়েছিল। এই মিডিয়া ট্রায়ালের পিছনে তাঁরাই, যাদের সঙ্গে রাজ্যের কোনও সম্পর্ক নেই।‘ এমনকি, পেগাসাস-কাণ্ড নিয়ে বিরোধী শিবির চাপ প্রয়োগের খেলা শুরু করলে সময় না দেখেই তার জবাব দিতে হবে। এমন নির্দেশ বিজেপির আইটি সেলের কর্মীদের দিয়েছেন আদিত্যনাথ।

তাঁর যুক্তি, সোশ্যাল মিডিয়ার কারও দ্বারা পরিচালিত নয়। কিন্তু প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক-মালিক থাকে। তাঁরা খবর প্রচারের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোনও নিয়ন্ত্রণ নেই। তাই সতর্ক না হলেই মিডিয়া ট্রায়ালের সামনে আপনাকে পড়তে হবে।‘ ফলে এই বেলাগাম ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে আমাদের সঠিক প্রশিক্ষণ এবং প্রস্তুতি দরকার। অবশ্য সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে অনেক সদর্থক কাজও করা সম্ভব একথাও জানান তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?