Pollution: নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান শুরু আগরতলায়, করা হল জরিমানা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ আগস্ট।। প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান থমকে গিয়েছিল৷ ফের রাজ্যের বাজারগুলোতে প্লাস্টিক ক্যারিব্যাগের রমরমা৷ বাজারগুলোতে প্লাস্টিক ক্যারিব্যাগের বিকল্প শুরু হয়েছিল৷

কিন্তু প্রশাসনিক অভিযান না থাকায় ফের প্লাস্টিক ক্যারিব্যাগের রমরমা৷ দেরিতে হলেও শুরু হল অভিযান৷ মাস্ক এনফোর্সমেন্ট বাজারগুলোতে মাস্ক যারা ব্যবহার করেননি তাদের যেমন জরিমানা করছে তেমনি প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধেও শুরু করেছে অভিযান৷

আগরতলা পুরনিগম, সদর মহকুমা প্রশাসন, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং পুলিশের একটি দল শুক্রবার অভিযানে বের হয়৷ নিষিদ্ধ একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান করার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়৷ অভিযানের নেতৃত্ব দেন সদর ডিসিএম আশিস বিশ্বাস৷

অভিযান চলাকালীন প্রায় ১০০ কেজি নিষিদ্ধ একক ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে৷ জরিমানা বাবদ ৫ হাজারের বেশি টাকা আদায় করা হয়েছে৷ যারা প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করছে তাদের জরিমানা করা হবে বলে সতর্ক করেন ডিসিএম আশিস বিশ্বাস৷

দোকানদারদের সতর্ক করেছেন যে তারা যাতে নিষিদ্ধ একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের জিনিস মজুদ বা ব্যবহার না করেন৷ এক সময় প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধে বহু সরকারি কর্মসূচি নেওয়া হয়েছিল৷ কত জরিমানা আদায় হয়েছিল৷

বছর যেতে না যেতেই সব ইতিহাস৷ রাজ্যের বাজারগুলোতে যথেচ্ছভাবে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বেড়েছে৷ প্রকাশ্যেই প্লাস্টিকের ক্যারিব্যাগের ব্যবহার হচ্ছে৷ কোথায় জরিমানা? কোথায় মানুষকে সচেতন করা৷

বাজার ও জনবহুল এলাকায় ফ্ল্যাক্স লাগিয়ে দায়িত্ব খালাস৷ কিন্তু রাজ্যে যথেচ্ছভাবে আজো ব্যবহৃত হচ্ছে প্লাস্টিক ক্যারিব্যাগ৷ কিছু সংখ্যক জনগণের মধ্যে সচেতনতা রয়েছে৷ কিন্তু সরকারি কোন প্রচেষ্টা নেই৷ অভিযানের ধারাবাহিকতা নেই৷

প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ না হলে কুফল ভুগবে ভবিষ্যৎ প্রজন্ম৷ শুধু বিজ্ঞাপন দিয়ে নয়, রাজ্য সরকারকে আরেকটু সচেতন হতে হবে ক্যারিব্যাগের ব্যবহার বন্ধে৷ এমনটাই বলছেন সচেতন মানুষ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?