অনলাইন ডেস্ক, ৬ আগস্ট।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমরা মহিলা হকিতে খুব অল্পের জন্য পদক থেকে বঞ্চিত হয়েছি। কিন্তু, দলের সদস্যদের মধ্যে নতুন ভারতের মানসিকতার প্রতিফলন ঘটেছে।
আমরা সর্বদাই নতুন নতুন ক্ষেত্রে নিজেদের সেরাটা দিয়েছি। তিনি আরও বলেন, টোকিও অলিম্পিক ২০২০-তে আমাদের মহিলা হকি দলের ক্রীড়া নৈপুণ্য সর্বদাই মনে রাখবো।
একগুচ্ছ ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “টোকিও অলিম্পিক ২০২০-তে আমাদের মহিলা হকি দলের ক্রীড়া নৈপুণ্য আমরা সর্বদাই মনে রাখবো। প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত তাঁরা নিজেদের সেরাটা উজার করে দিয়েছেন। দলের প্রত্যেক সদস্য অভাবনীয় সাহসিকতা, দক্ষতা ও সহনশীলতা দেখিয়েছেন।
ভারত মহিলা হকি দলের অসামান্য প্রদর্শনের জন্য গর্বিত।মহিলা হকিতে আমরা খুব অল্পের জন্য পদক থেকে বঞ্চিত হয়েছি।
কিন্তু, এই দলের মধ্য দিয়ে নতুন ভারতের মানসিকতার প্রতিফলন ঘটেছে। আমরা সর্বদাই নতুন নতুন ক্ষেত্রে নিজেদের সেরাটা উজার করে দিয়েছি।
এর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হ’ল টোকিও অলিম্পিক ২০২০’তে মহিলা হকি দলের সাফল্য ভারতীয় কন্যাদের হকির প্রতি আগ্রহ বাড়াবে এবং প্রতিযোগিতায় আরও বেশি সাফল্য অর্জনে উৎসাহিত করবে। এই দলের কৃতিত্বের জন্য গর্ববোধ করি”।