অনলাইন ডেস্ক, ৭ আগস্ট।। করোনা ভাইরাস মহামারির এই সময়ে প্রায় ৮০ কোটি ভারতীয় বিনামূল্যে রেশন পেয়েছেন, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এর মধ্যে মধ্যপ্রদেশেরই পাঁচ কোটি মানুষ এই সুবিধা পেয়েছেন৷ শনিবার একটি ভিডিয়ো কনফারেন্সে মোদি বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে জনতা এই সুবিধা পেয়েছে৷
করোনা ভাইরাস মহামারিকে গত ১০০ বছরের মধ্যে মানবতার সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে বর্ণনা করে মোদি আরও বলেন, ভাইরাসের বিস্তার ঠেকাতে মাস্ক পরা, হাত স্যানিটাইজ করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত।
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় দেশ দরিদ্রদের প্রথম অগ্রাধিকার দিয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মধ্য দিয়ে আমরা প্রথম দিন থেকেই গরিবদের খাদ্য ও কর্মসংস্থানের কথা ভেবেছিলাম।
উৎসবের মরসুমে ভারতীয়দের হস্তশিল্প সামগ্রী কেনা উচিত বলেও তিনি আহ্বান জানান৷ ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ চলতি বছরের নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প চালাবে কেন্দ্রীয় সরকার