Fake Calls: অমিতাভ বচ্চনের বাংলো সহ মুম্বাইয়ের চার জায়গায় বোমা, মদ খেয়ে ভুয়া ফোন পুলিশকে

অনলাইন ডেস্ক, ৭ আগস্ট।। মুম্বাইয়ের চার জায়গায় বোমা রাখা রয়েছে বলে স্থানীয় পুলিশের কাছে ফোন আসে। এর মধ্যে রয়েছে অমিতাভ বচ্চনের বাংলো। এরই জেরে গ্রেপ্তার হলেন দুই ব্যক্তি। ওই দুই ব্যক্তি মাতাল অবস্থায় ফোন করেছিলেন।

শুক্রবার রাতে মুম্বাই পুলিশের কাছে একটি ফোন আসে। সেখানে বলা হয়, অমিতাভ বচ্চনের বাংলো, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, বাইকুল্লা, দাদর রেলওয়ে স্টেশনে বোমা রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে চার জায়গায় নিরাপত্তা বাড়িয়ে তদন্তে নামে পুলিশ।

গ্রেপ্তারের পর সেই দুই ব্যক্তির দাবি, তারা নাকি মুম্বাই পুলিশের দক্ষতা ও তৎপরতার পরীক্ষা নিতে চাইছিলেন।রাত ৯টায় ফোন পাওয়ার পর বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড (বিডিডিএস) এবং ডগ স্কোয়াড নিয়ে বেরিয়ে পড়ে পুলিশ।

এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘‘যে যে জায়গার উল্লেখ করা হয়েছিল, তার আশপাশের সমস্ত থানায় আমরা খবর দিয়েছিলাম। পরে সেই নম্বরে আবার ফোন করার পর বলা হয়, যিনি ফোন করেছিলেন, তিনি এখন খুব ব্যস্ত, বিরক্ত করা যাবে না। শেষে নিজের ফোন বন্ধ করে দেন সেই ব্যক্তি।’’

পরে সেই নম্বর অনুসরণ করে মুম্বাইয়ের কল্যাণ সিলপাতা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ দমন শাখার ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট।পেশায় গাড়ি চালক ওই দুই ব্যক্তির বক্তব্য, তারা ‘গাটারি’ উৎসব পালন করছিলেন। তাই মদ খেয়ে ভুয়া ফোন করার শখ জেগেছিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?