স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ৬ আগস্ট।। রাজনীতির আঙিনায় উত্তরের সিংহ বলে যিনি তকমা পেয়ছিলেন সেই বীরজিৎ সিনহা আজ আবারও ব্যাতিক্রমী আন্দোলনের দৃষ্টান্ত রাখেলেন।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিনি প্যাডেল রিক্সা চালিয়ে প্রতীকী প্রতিবাদ জানালেন। রিক্সার সওয়ারী করা হল জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানকে। বীরজিতবাবুর এই আন্দোলন কর্মসূচির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ঊনকোটি জেলার কৈলাসহরে ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঊনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে কৈলাসহর রাজপথে বিক্ষোভ মিছিল সংঘটিত হয়৷ এই বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিনহা৷
এছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, ব্লক কংগ্রেস সভাপতি রুনু মিয়া, যুব কংগ্রেস নেতা হাদিম মিয়া সহ অন্যান্যরা৷
তাদের মূল দাবিগুলি হল পেট্রোপণ্যের মৃল্যবৃদ্ধি, কৃষক বিরোধী কৃষি আইন বাতিল, পেগাসাস তদন্ত সহ নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধি রোধ করা৷ এই সমস্ত দাবির ভিত্তিতেই মিছিল করে কংগ্রেস৷