স্টাফ রিপোর্টার, কমলপুর, ৬ আগস্ট।। রাজনৈতিক উত্তেজনা কমলপুরে। দিনভর উত্তেজনা। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত কমলপুর।
সি.পি.আই.এম ও বিজেপির মধ্যে শুক্রবার রাজনৈতিক সংঘর্ষ ঘটে। ঘটনা সম্পর্কে সিপিএম নেতা রঞ্জিত ঘোষ বলেন অটো করে যাওয়ার পথে কমলপুর কালীবাড়ি রাস্তার মুখে উনার অটোতে আক্রমন হয়।
যাতে করে বেশ কয়েকজন আহত হয়। কেড়ে নেওয়া হয় উনার মোবাইল ফোন। তিনি বলেন দলীয় পতাকা হাতে নিয়ে উনাদের উপর আক্রমণ চালায় বিজেপি কর্মীরা।
ঘটনাস্থল থেকে শ্রী ঘোষকে নিয়ে আসা হয় বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রঞ্জিত ঘোষ ও দিলীপ দেববর্মা নামে একজনকে জেলা হাসপাতাল কুলাইতে রেফার করা হয় । অপরদিকে বিজেপির অভিযোগ সিপিএম এর দিকে।
https://www.facebook.com/1591071147851666/posts/2739241316367971/
বিজেপি কমলপুর মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা বলেন আজ সকাল থেকে বিজেপি কর্মীরা নিজেদের কর্মসূচির জন্য জড়ো হয় এবং এমন সময় উনাদের উপর আক্রমন হয়।
তিনি আরও বলেন সিপিএম এর সুনির্দিষ্টি কোনো কর্মসূচী নেই জনগনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বিভিন্ন ভাবে। তিনি বলেন যে কোনো রাজনৈতিক দল সমস্ত নিয়ম মেনে রাজনীতি করুক।
কোনো ধরনের চক্রান্ত পরিকল্পনায় উন্নয়নের গতিকে আটকে দেওয়ার চেষ্টাকে রাজ্যবাসি বরদাস্ত করবেনা রুখে দেবে ।